• ঢাকা সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
logo

মেঘনায় ট্রলারডুবির ঘটনায় জীবিত উদ্ধার ৫, নিখোঁজ বাবা-ছেলে

আরটিভি নিউজ

  ২২ জানুয়ারি ২০২৪, ১০:১৮
মেঘনায় ট্রলারডুবির ঘটনায় জীবিত উদ্ধার ৫, নিখোঁজ বাবা-ছেলে
ছবি : সংগৃহীত

ভোলা সদর উপজেলার মেঘনা নদীতে পণ্যবাহী ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ সময় পাঁচজনকে জীবিত উদ্ধার করা গেলেও এখনও নিখোঁজ রয়েছেন বাবা ও ছেলে।

রোববার (২১ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে রাজাপুর মাছঘাট-সংলগ্ন এলাকার মেঘনা নদীতে পাখা ভেঙে নিয়ন্ত্রণ হারিয়ে ওই ট্রলারটি ডুবে যায়।

নিখোঁজ ব্যক্তিরা হলেন, মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়া ইউনিয়ন পরিষদ এলাকার আসা গ্রামে বাসিন্দা রাজ্জাক সরদার (৬২) ও তার ছেলে পারভেজ সরকার।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নৌপুলিশের উপপরিদর্শক (এসআই) রাশিদুল ইসলাম বলেন, ট্রলারটি ভোলার মনপুরা থেকে মেহেন্দিগঞ্জ যাচ্ছিল। রাত ১টার দিকে উপজেলার রাজাপুর (রাস্তার মাথা) মাছঘাট-সংলগ্ন এলাকার মেঘনা নদীতে পণ্যবাহী ট্রলারটি পাখা ভেঙে নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যায়। এ সময় পাঁচজন সাঁতরে তীরে উঠলেও এখনও নিখোঁজ রয়েছেন রাজ্জাক সরদার ও তার ছেলে।

এ বিষয়ে জেলা ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. সুমন বলেন, বরিশাল ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিখোঁজদের উদ্ধারে অভিযান চালিয়ে যাচ্ছে।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চোরাবালিতে ডুবে যাওয়া কিশোর জীবিত উদ্ধার
১১ নাবিক জীবিত উদ্ধার, নিখোঁজ ১
গোপালগঞ্জে বোমা হামলায় বাবা-ছেলে আহত
জমি দখলের চেষ্টা চেয়ারম্যানের, বাবা-ছেলে জেলহাজতে
X
Fresh