• ঢাকা রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
logo

মহেশপুর সীমান্ত থেকে বিরল প্রজাতির ৪০ কচ্ছপ উদ্ধার

ঝিনাইদহ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২১ জানুয়ারি ২০২৪, ২২:০২
ছবি : সংগৃহীত

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে বিরল প্রজাতির ৪০টি কচ্ছপ উদ্ধার করেছে ৫৮ বিজিবি।

রোববার (২১ জানুয়ারি) দুপুরে উপজেলার মাটিলা সীমান্ত থেকে কচ্ছপগুলো উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

মহেশপুর ৫৮ বিজিবির পরিচালক এইচ এম সালাহউদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, কিছু বিদেশি প্রজাতির কচ্ছপ ভারত থেকে বাংলাদেশে পাচারের উদ্দেশে নিয়ে আসা হবে; এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মহেশপুর উপজেলার মাটিলা সীমান্তে ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহল দল মাটিলা বিওপি এলাকায় মাঠের মধ্যে অবস্থান নেয়। এ সময় পাচারকারী বিজিবির উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যায়। তার ফেলে যাওয়া একটি বাজারের ব্যাগ থেকে ৪০টি বিদেশি প্রজাতির কচ্ছপ উদ্ধার করা হয়।
উদ্ধার কচ্ছপগুলো বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রাকৃতিক সংরক্ষণ বিভাগ, বয়রা খুলনায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঝিনাইদহের কালীগঞ্জে সদর উদ্দিন মিয়ার স্মরণে দোয়া মাহফিল 
ষষ্ঠ ও সপ্তম স্ত্রীর কাড়াকাড়িতে পালিয়ে বাঁচলেন তরিকুল
ঝিনাইদহে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায়
ঝিনাইদহ-১ আসনে উপ-নির্বাচনের তারিখ ঘোষণা
X
Fresh