• ঢাকা সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১
logo

ট্রলার থেকে পড়ে প্রাণ গেল মালিকের

আরটিভি নিউজ

  ২০ জানুয়ারি ২০২৪, ০৮:৫৩
ছবি : সংগৃহীত

ভোলায় ইলিশ শিকারের সময় ট্রলার নোঙর করতে গিয়ে গ্রাফিসহ নদীতে পড়ে আরিফ হোসেন মাঝি (৩৫) নামের এক ট্রলারমালিকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৯ জানুয়ারি) ভোলার তজুমদ্দিন উপজেলার সোনাপুর ইউনিয়নের চরজহির উদ্দিন এলাকার মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।

নিহত আরিফ হোসেন চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানা এলাকার চরমানিকা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের জহিরুল ইসলাম মিন্টুর ছেলে। তিনি ওই ট্রলারের মালিক ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, আরিফ মাঝির নেতৃত্বে তার ট্রলারে করে বেশ কয়েকজন জেলে তজুমদ্দিন উপজেলার চরজহির উদ্দিন এলাকার মেঘনা নদীতে মাছ ধরছিলেন। সকাল ১০ টার দিকে নদী থেকে জাল টানার সময় ট্রলার থেকে গ্রাফি ফেলে ট্রলারটি নোঙর করতে চেয়েছিলেন তিনি। এসময় তিনি নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হন। পরে তার সঙ্গী জেলেরা খোঁজাখুঁজি শুরু করেন। কয়েক ঘণ্টা পর বেশকিছু দূরে আরিফ মাঝির মরদেহ নদীতে ভাসতে দেখতে পেয়ে তারা উদ্ধার করেন।

দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঝড় ও বজ্রপাতে মা-ছেলেসহ ৯ জনের মৃত্যু
১৪ দিনে হিটস্ট্রোকে ১৫ জনের মৃত্যু
নদীতে ডুবে যুবকের মৃত্যু
নাতির লাঠির আঘাতে দাদির মৃত্যু
X
Fresh