• ঢাকা সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
logo

চাঁদপুরে ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

স্টাফ রিপোর্টার (চাঁদপুর), আরটিভি নিউজ

  ১৮ জানুয়ারি ২০২৪, ২৩:৪৩
ছবি : আরটিভি

অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরীসহ ভোক্তা অধিকার লঙ্ঘন করায় চাঁদপুরে ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বিকেলে চাঁদপুর সদর উপজেলার কাজীর বাজার, মুন্সিরহাট ও সফরমালি বাজারে অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরী, মূল্য তালিকা না থাকা এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়ায় সিয়াম বিস্কুট ফ্যাক্টরিকে ৪ হাজার টাকা, রাফি স্টোর ৩ হাজার টাকা, মিজান স্টোর ৪ হাজার টাকা, মিম ফার্মেসীকে ১হাজার টাকাসহ সর্বমোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়।

বাজার তদারকি অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন।

এসব এলাকায় অভিযানের সময় ১০টি ব্যবসা প্রতিষ্ঠানে তদারকি করা হয়। অভিযানে সহযোগিতা করেন চাঁদপুর আনসার ব্যাটালিয়ন সদস্যরা। ভোক্তার অধিকার রক্ষায় এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘বিয়ে না করানোয় মাকে কুপিয়ে হত্যা করেন ছেলে’
চাঁদপুরে ইসতিসকার নামাজ আদায় 
বিয়ে না দেওয়ায় মাকে গলা কেটে হত্যা করল ছেলে
চাঁদপুর জেলা জামায়াতের সেক্রেটারি গ্রেপ্তার 
X
Fresh