• ঢাকা রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
logo

সিদ্ধিরগঞ্জে ব্রিজ ভেঙে খালের পানিতে পথচারীরা

আরটিভি নিউজ

  ১৮ জানুয়ারি ২০২৪, ০৭:০১
সিদ্ধিরগঞ্জে ব্রিজ ভেঙে খালের পানিতে পথচারীরা
ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সিদ্ধিরগঞ্জে হিরাঝিল আবাসিক এলাকার কাসসাফ শপিং সেন্টার সংলগ্ন ডিএনডি খালের ঝুঁকিপূর্ণ ব্রিজটি ভেঙে পড়েছে। এ সময় ব্রিজে থাকা কয়েকজন পথচারী খালের পানিতে পড়ে যান। এতে বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বুধবার (১৭ জানুয়ারি) রাত সাড়ে ৯টায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ব্রিজটি ভেঙেপড়া অবস্থায় ৩-৪ জন পথচারী পারাপার হচ্ছিলেন। এমতাবস্থায় হঠাৎ মাঝখান থেকে পড়ে যান তারা। তবে সঙ্গে সঙ্গে উঠে আসতে পারেন।

এলাকাবাসী অভিযোগ করে বলেন, পূর্বেও ব্রিজটি একবার ভেঙে পড়েছিল। তখন তাৎক্ষণিকভাবে এই ওয়ার্ডের কাউন্সিলরের উদ্যোগে তা কাঠ দিয়ে সংস্করণ করা হয়। তবে সংস্কার করা হলেও সেটি অনেক ঝুঁকিপূর্ণ ছিল। এর ফলে সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে এতে ঝুঁকিপূর্ণ অবস্থায় চলাচল করছিলেন।

ব্রিজ ভেঙে পড়ার বিষয়ে নাসিক ১নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার ইসলাম বলেন, অতি দ্রুত ব্রিজটি সিটি করপোরেশনের মাধ্যমে সংস্কার করা হবে। এর পূর্বে আমি নিজ অর্থায়নে সাময়িকভাবে সংস্কার করে দিয়েছিলাম।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নোয়াখালীতে গরমে শ্রেণিকক্ষে অসুস্থ ১৮ শিক্ষার্থী  
কুমিল্লায় শিক্ষাপ্রতিষ্ঠানে ‘পানি ঘণ্টা’ চালু
নামছে স্তর, রাজবাড়ীতে কোথাও মিলছে না পানি
পটুয়াখালীর দুই ইউপিতে চলছে ভোট গ্রহণ
X
Fresh