• ঢাকা রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
logo

নড়াইলে ডাকাতি মামলায় ৪ ভাইয়ের কারাদণ্ড

নড়াইল প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৭ জানুয়ারি ২০২৪, ২৩:০৮
ফাইল ছবি

নড়াইলে ডাকাতি মামলায় চার ভাইয়ের ৫ বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।

বুধবার (১৭ জানুয়ারি) দুপুরে নড়াইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. সাইফুল আলম এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন হাসান খান, হোসেন খান, সোহেল খান ও আক্কেল খান এরা সবাই লোহাগড়া উপজেলার নড়িয়া গ্রামের অলিয়ার খানের ছেলে।

এজাহার সূত্রে জানা গেছে, ২০০৭ সালের মার্চের ১০ তারিখে লোহাগড়া উপজেলার নড়িয়া গ্রামের ফরিদা বেগমের বাড়ীতে রাত ১২টার দিকে আসামি হাসান খান,হোসেন খান, সোহেল খান ও আক্কেল খান অবৈধভাবে জোরপূর্বক বাড়ীতে প্রবেশ করে মৃত্যুর ভয় দেখিয়ে মালামাল লুট করে। এ ঘটনায় পরেরদিন লোহাগড়া থানা একটি মামলা করেন ভুক্তভোগী। পরে মামলার তদন্ত কর্মকর্তা আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।

৯ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আসামি হাসান খান, হোসেন খান, সোহেল খান ও আক্কেল বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমানিত হওয়ায় আদালত আসামিদের ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। রায় ঘোষণার সময় হাসান খান ও হোসেন খান দুই ভাই আদালতে উপস্থিত ছিল। অপর ২ ভাই সোহেল খান ও আক্কেল খান পলাতক আছে।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
লোহাগড়া স্বাস্থ্য কমপ্লেক্সের ভবন উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী
নড়াইলে পানের বরজ পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা
নড়াইলে মাদক মামলায় চারজনের যাবজ্জীবন
শিশু হত্যা মামলায় বৃদ্ধের যাবজ্জীবন কারাদণ্ড 
X
Fresh