• ঢাকা শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
logo

স্বামীর রিকশায় চড়েই স্নাতকোত্তর পাস, চাকরি দিলেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক
  ১৭ জানুয়ারি ২০২৪, ০২:৫৭
সীমানুর স্নাতকোত্তর পাশ
ছবি : সংগৃহীত

স্বামীর রিকশা চড়েই কলেজে যেতেন সীমানুর। পড়াশোনার ফাঁকে করতেন সেলাইয়ের কাজ। ধুনট ডিগ্রি কলেজ থেকে স্নাতক পাস করে ভর্তি হন সরকারি আজিজুল হক কলেজে। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ থেকে দ্বিতীয় বিভাগে স্নাতকোত্তর শেষ করেন।

এদিকে অর্থাভাবে পড়াশোনা হয়নি তার স্বামী ফেরদৌস মন্ডলের। প্রাথমিকের পাঠ চুকিয়েই সংসারের হাল ধরতে পা রাখেন রিকশার প্যাডেলে। বাড়ি বগুড়ার গাবতলী উপজেলার ঠিকাদারপাড়া গ্রামে।

অর্থাভাবে নিজে পড়াশোনা না করতে পারলেও স্ত্রী সীমানুরকে শিক্ষিত করার সংকল্প করেন ফেরদৌস। রিকশা চালিয়ে পরিবারের খরচ চালানোর পাশাপাশি স্ত্রীর পড়ার খরচ জোগান তিনি।

ফেরদৌস ও সীমানুরের জীবনসংগ্রামের গল্প গণমাধ্যমে এলে তা নজরে আসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। স্নাতকোত্তর সীমানুরকে চাকরির ব্যবস্থা করেন তিনি। পাশাপাশি ঋণ পরিশোধের জন্য অর্থ সহায়তাও দিয়েছেন প্রধানমন্ত্রী।

সীমানুর বগুড়ার কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের প্রাথমিক শাখায় সহকারী শিক্ষক পদে চাকরি পেয়েছেন। সোমবার (১৫ জানুয়ারি) দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে বগুড়ার জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম চাকরির নিয়োগপত্র তুলে দেন সীমানুরকে।

এছাড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে সীমানুরকে দুই বান্ডল ঢেউটিন, একটি ল্যাপটপ ও ছয় হাজার টাকা দেওয়া হয়। একই সঙ্গে অটোরিকশা কিনতে ফেরদৌসের নেওয়া ২৫ হাজার টাকা ঋণ পরিশোধে একটি চেকও তুলে দেন জেলা প্রশাসক।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতির শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়েছেন ফেরদৌস-সীমানুর দম্পতি।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফেসবুকে পোস্ট, গাড়ি-বাড়ির মালিক হলেন বৃদ্ধ রিকশাচালক
১০ টাকায় টিকিট কেটে চোখ পরীক্ষা করালেন প্রধানমন্ত্রী
এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা
মন্ত্রী-এমপিদের হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী
X
Fresh