• ঢাকা বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১
logo

কয়লা নিয়ে ভৈরব নদে ডুবল জাহাজ

যশোর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৬ জানুয়ারি ২০২৪, ১৮:২৬
ছবি : সংগৃহীত

যশোরের নওয়াপাড়ায় ভৈরব নদে কয়লা বোঝাই লাইটার জাহাজ ডুবে গেছে। জাহাজে ৭০০ মেট্রিক টন কয়লা ছিল। যার আনুমানিক দাম প্রায় এক কোটি ৩৫ লাখ টাকা।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) বেলা ১১টায় এমভি পূর্বাঞ্চল-৭ নামের জাহাজটির তলা ফেটে পানি ঢুকে যায়।

এমভি পূর্বাঞ্চলের মাস্টার মো. এনায়েত হোসেন গণমাধ্যমকে জানান, জাহাজটি নওয়াপাড়া ভৈরব নদের ভাটপাড়া খেয়াঘাট সংলগ্ন নোঙর করা ছিল। গত ৬ জানুয়ারি নওয়াপাড়ার ব্যবসায়ী মেসার্স জেএইচএম গ্রুপের আমদানি করা ৭০০ টন কয়লা নিয়ে হাড়-বাড়িয়া থেকে রওনা হয়ে ৭ জানুয়ারি ভাটপাড়া খেয়াঘাটের পাশে নোঙর করে। নয় দিন পর মঙ্গলবার সকাল ১১টায় জাহাজের তলা ছিদ্র হয়ে পানি ঢুকে ডুবে যায়।

জেএইচএম-এর নওয়াপাড়া অফিসের কর্মকর্তা জগদিশ চন্দ্র মণ্ডল বলেন, এ ঘটনায় অভয়নগর থানায় সাধারণ ডায়েরির প্রক্রিয়া চলছে। ডুবে যাওয়া জাহাজের কয়লা উদ্ধারের চেষ্টা চলছে।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা যশোরে ৪৩.৮ ডিগ্রি 
তীব্র তাপপ্রবাহে পুড়ছে যশোর 
যশোরে সর্বোচ্চ তাপমাত্রা ৪২ দশমিক ৮ ডিগ্রি
গরমে অসুস্থ হয়ে স্কুলশিক্ষকের মৃত্যু
X
Fresh