• ঢাকা সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
logo

নৌকার বিজয়ের পর গোসল করবেন বাদশা

আরটিভি নিউজ

  ০৬ জানুয়ারি ২০২৪, ২৩:৫৩
নৌকার বিজয়ের পর গোসল করবেন বাদশা
ছবি : সংগৃহীত

বাগেরহাটের মোড়েলগঞ্জের স্থানীয় বাসিন্দা মো. বাদশা। ভালোবাসেন বঙ্গবন্ধুর নৌকাকে। সেই ভালোবাসার জায়গা থেকে এবারের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যতিক্রমী এক প্রচারণায় নেমেছিলেন তিনি। খুলনা ও বাগেরহাটে বিভিন্ন আসনে খালি গায়ে হেঁটে হেঁটে নৌকার প্রচারণা চালিয়ে এবার সমগ্র দেশেই আলোচনায় ছিলেন নৌকার এ সমর্থক।

রোববার (৭ জানুয়ারি) নৌকার জয়ের পর গোসল করে ঘরে উঠবেন বহরবুনিয়া ইউনিয়নের এই সন্তান।

এমনই ঘোষণা দিয়েছেন নৌকাপ্রেমী এ যুবক।

নির্বাচনের তফসিল ঘোষণা ও প্রতীক বরাদ্দের পর থেকে খালি গায়ে ও গোসল না করে একটানা নৌকার প্রচারণা চালিয়েছেন তিনি।

এ প্রসঙ্গে বাদশা বলেন, আমি বেশিরভাগ (৮০ শতাংশ) সময় পাঁয়ে হেটে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নৌকার প্রচারণা চালিয়েছি। তবে দূরে যাওয়ার সময় শুধু গাড়িতে উঠি। তফসিল ঘোষণার পর থেকে আমি এভাবেই প্রচারণা চালিয়েছি।

বাদশা আরও বলেন, গোসল করলে শরীরে আঁকা ছবি-প্রতীক মুছে যাবে, তাই গোসল করি না। রোববার নৌকা বিজয়ী হওয়ার পর গোসল করে ঘরে উঠবো।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মহানন্দায় গোসলে নেমে ২ শিশুর মৃত্যু
পদ্মায় গোসলে নেমে কলেজ শিক্ষার্থীর মৃত্যু  
পুরান ঢাকায় ঐতিহ্যবাহী নবাবের পুকুরে ৫ টাকায় দিনভর গোসল
গোসলে নেমেছিলো বাক প্রতিবন্ধী যুবক, ২ ঘণ্টা পর মিলল মরদেহ
X
Fresh