• ঢাকা শনিবার, ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১
logo

লঞ্চ-কার্গোর সংঘর্ষ, বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন যাত্রীরা

স্টাফ রিপোর্টার (চাঁদপুর), আরটিভি নিউজ

  ০৫ জানুয়ারি ২০২৪, ০৯:৪৩
ছবি : আরটিভি

ঘন কুয়াশায় চাঁদপুরের মেঘনা নদীতে ঢাকা থেকে ছেড়ে আসা সুন্দরবন-১৬ লঞ্চকে একটি কার্গো ধাক্কা দিলে লঞ্চের তলা ফেটে পানি প্রবেশ করে। এ ঘটনায় লঞ্চে থাকা যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়লেও বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন পাঁচ শতাধিক যাত্রী।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) দিনগত রাতে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার এখলাছপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সুন্দরবন-১৬ লঞ্চের সুপারভাইজার সিরাজ জানান, তারা লঞ্চটি নিয়ে নিরাপদে মেঘনা নদীর এখলাছপুর এলাকায় অবস্থান করছেন। লঞ্চে পাঁচ শতাধিক যাত্রী রয়েছেন। যাত্রীদের উদ্ধার করতে অন্য লঞ্চ আসবে।

এ বিষয়ে চাঁদপুরের নৌপুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান বলেন, যাত্রীদের উদ্ধার ও নিরাপত্তা দিতে চাঁদপুর সদর ও মোহনপুর নৌপুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। লঞ্চ ও কার্গো দুটিই ক্ষতিগ্রস্ত হয়েছে। লঞ্চটি এখলাছপুরের একটি চরে রাখা হয়েছে। যাত্রীরা নিরাপদে আছেন। তাদের উদ্ধারে কাজ চলছে।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৪ মাসের নববধূর সন্তান প্রসব!
বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৪
চাঁদপুরে সিরাজুল মোস্তফা ও মানিক চেয়ারম্যান হিসেবে জয়ী
চাঁদপুরে ভোট কেন্দ্রগুলো ফাঁকা, ভোটার উপস্থিতি কম
X
Fresh