• ঢাকা বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১
logo

বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, নিহত ১ 

টাঙ্গাইল (উত্তর) প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৪ জানুয়ারি ২০২৪, ২৩:২৭
ছবি : আরটিভি

টাঙ্গাইলের ঘাটাইলে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছে।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) দুপুর ২টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের উপজেলার পাকুটিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর দুইটার দিকে উপজের পাকুটিয়া বাসস্ট্যান্ডের আগে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা প্রান্তিক সুপার বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় সিএনজিচালক আতিক হাসানের (৩০)। তার বাড়ি ঘাটাইল উপজেলার চৈথট্র গ্রামে। এ সময় সিএনজিতে অন্য কোনো যাত্রী ছিল না। স্থানীয়রা বাসটি আটক করলেও চালক পালিয়ে গেছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ঘাটাইল থানা পুলিশের উপপরিদর্শক বিল্লাল হোসেন।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ট্রাক-ইজিবাইক সংঘর্ষে নিহত ৩
টাঙ্গাইলে কাভার্ডভ্যান-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, চালক নিহত
সাভারে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
টাঙ্গাইলের শাড়ির জিআই স্বত্ব রাখতে ভারতে আইনজীবী নিয়োগ
X
Fresh