• ঢাকা বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১
logo

নির্বাচনী সহিংসতায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থক নিহত

পিরোজপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৪ জানুয়ারি ২০২৪, ১২:৩৩
ছবি : সংগৃহীত

পিরোজপুরের মঠবাড়িয়ায় নির্বাচনী সহিংসতায় প্রতিপক্ষের হামলায় জাহাঙ্গীর পঞ্চাইত (৬০) নামে স্বতন্ত্র প্রার্থীর এক সমর্থক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে, মঠবাড়িয়ার বাদুরা এলাকায় হামলার ঘটনা ঘটে।

নিহত জাহাঙ্গীর পঞ্চাইত উপজেলার মিরুখালী ইউনিয়নের নাগ্রাভাংগা গ্রামের তোতাম্বর পঞ্চাইতের ছেলে।

জানা গেছে, নির্বাচনী বিরোধের জের ধরে গতকাল বুধবার বাড়ি থেকে বাদুরা বাজারে যাওয়ার পথে প্রতিপক্ষরা তার উপর হামলা চালায়। পরে তাকে উদ্ধার করে প্রথমে পিরোজপুর সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য সকালে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকাল ৮টার দিকে তার মৃত্যু হয়।

এদিকে মুন্সিগঞ্জ-৩ আসনে নৌকার সমর্থকদের ওপর হামলা ও গুলিবর্ষণের ঘটনায় ডালিম নামের এক নৌকার কর্মী নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার সকালে ঢাকা মেডিকেলে মারা যান তিনি। বুধবার (৩ জানুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের মুন্সীকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এভারকেয়ারের সিসিইউতে ভর্তি খালেদা জিয়া
ফের হাসপাতালে খালেদা জিয়া
সালমান খানের বাড়িতে হামলায় অভিযুক্ত তরুণের আত্মহত্যা
হাসপাতালে অভিনেতা সোহম চক্রবর্তী
X
Fresh