• ঢাকা সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
logo

বগুড়ার ১২ উপজেলায় সেনাবাহিনীর টহল শুরু 

বগুড়া প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৩ জানুয়ারি ২০২৪, ২১:৩৭
ছবি : সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে বেসামরিক প্রশাসনকে সহায়তা করতে বগুড়ায় টহলে নেমেছে সেনাবাহিনীর ২৮টি পেট্রোল টিম।

বুধবার (৩ জানুয়ারি) সকাল থেকে জেলার ১২টি উপজেলায় গাড়িবহর নিয়ে টহল শুরু করেছে সেনাবাহিনী।

বগুড়া জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, সকাল থেকে সেনা সদস্যরা টহল শুরু করেছেন। বেসামরিক প্রশাসনকে সহযোগিতা করার জন্য জেলায় সেনাবাহিনীর ২৮টি পেট্রোল টিম মোতায়েন করা হয়েছে। তারা সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করবেন, ভোটারদের নিরাপত্তা দিবেন, টহল দিবেন, ভ্রাম্যমাণ আদালতের সঙ্গে কাজ করবেন।

এ ছাড়াও কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটলে সেখানেও তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করবেন।

প্রসঙ্গত, সশস্ত্র বাহিনী ভোট গ্রহণের পূর্বে, ভোট গ্রহণের দিন ও ভোট গ্রহণের পরে শান্তিশৃঙ্খলা নিয়ন্ত্রণ নিশ্চিত করার লক্ষ্যে দেশব্যাপী ৩-১০ জানুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশন ও স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তা করবে।


মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বগুড়ায় অগ্নিকাণ্ডে পুড়ল ১২ ফলের দোকান
বগুড়ায় স্বেচ্ছাসেবকের দুই নেতাকে কুপিয়ে জখম
যে মেলায় মাছ কিনতে প্রতিযোগিতায় নামেন জামাইরা
বগুড়ায় ‘রিভো মোবাইল’ ব্র্যান্ডের উদ্বোধন 
X
Fresh