• ঢাকা রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
logo

নিজেই প্রার্থী নিজেই কর্মী জাসদের আজমুল হক পুতুল

স্টাফ রিপোর্টার (লালমনিরহাট), আরটিভি নিউজ

  ০৩ জানুয়ারি ২০২৪, ১৫:৪০
নিজেই প্রার্থী নিজেই কর্মী জাসদের আজমুল হক পুতুল
ছবি : আরটিভি

নির্বাচনের আর মাত্র চারদিন বাকি। এরই মধ্যে প্রার্থী ও তাদের কর্মী সমর্থকরা প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন। কোন আসন কার দখলে চলে যাবে তা নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। ঠিক সেই মূহূর্তেই নিজ কণ্ঠে রেকর্ড করে অটোরিকশা নিয়ে নিজের নির্বাচনী প্রচার কার্যক্রম চালাচ্ছেন আজমুল হক পাটোয়ারী পুতুল। তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাট-৩ (সদর) আসনে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) হয়ে মশাল প্রতীক নিয়ে আগামী ৭ জানুয়ারি প্রতিদ্বন্দ্বিতা করবেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মো. আজমুল হক পাটোয়ারী পুতুল। তিনি ছাত্রজীবন থেকেই বাম সংগঠনের রাজনীতির সঙ্গে জড়িত। রাজপথে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে একাধিকবার জেলও খেটেছেন তিনি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হয়ে তিনি নিজের প্রচারণা নিজেই চালাচ্ছেন। নিজের বক্তব্য নিজ কণ্ঠে রেকর্ড করে অটোরিকশা নিয়ে শহরের অলিগলিতে প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন এই আলোচিত প্রার্থী আজমুল হক পাটোয়ারী পুতুল। একান্ত কথা হয় তার এই প্রতিবেদকের সঙ্গে।

তিনি বলেন, ভোটারদের উদ্দেশে আমার যা বলার তা আমার নিজের কণ্ঠে রেকর্ড করে নির্বাচনী মাইকিংয়ে প্রতিদিন প্রচার–প্রচারণা চালাচ্ছি। অনেকেই আমার নির্বাচনী প্রচারে অটোরিকশার সামনে এসে আমাকে দেখতে পেয়ে ভিড় জমায়। আবার কেউ কেউ আমার সঙ্গে কথা বলে ভোট দেওয়ার বিষয়ে আশ্বাস দেন। এতে আমার সমাজ পরিবর্তনে কাজ করতে আগ্রহ বৃদ্ধি পায়। লালমনিরহাট-৩ আসনে মোট সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন আগামী ৭ জানুয়ারির নির্বাচনে।

জাসদের এই প্রার্থী আজমুল হক ছাড়াও বাকী প্রার্থীরা হলেন সাম্যবাদী দলের আশরাফুল আলম, আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মো. মতিয়ার রহমান, আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী মো. জাবেদ হোসেন বক্কর, জাতীয় পার্টি সমর্থিত প্রার্থী মো. জাহিদ হাসান, তৃণমূল বিএনপির শামীম আহমেদ চৌধুরী, ন্যাশনাল পিপলস পার্টির হরিশ চন্দ্র রায়। তারা সবাই শেষ মুহূর্তেই প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। তাদের মধ্যে ব্যতিক্রম হচ্ছেন জাসদের আজমুল হক।

তার কাছে জানতে চাওয়া হলে নির্বাচনের প্রস্তুতির বিষয়ে তিনি বলেন, আপাতত কেন্দ্র থেকে কিছু অর্থসহায়তা ও শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে সামান্য কিছু অনুদান পেয়েছি। একজন শুভাকাঙ্ক্ষী ব্যবসায়ী ১০ হাজার লিফলেট দিয়েছেন; আমি নিজে থেকেই কয়েক হাজার বড় পোস্টার ছাপিয়েছি। বিগত ২৭ ডিসেম্বর থেকে আমি স্বকণ্ঠে ধারণ করা আমার বক্তব্য নির্বাচনী এলাকায় মাইকের মাধ্যমে প্রচার করছি। আচরণবিধি মেনেই প্রচার-প্রচারণায় অংশ নিচ্ছেন এই ব্যতিক্রম প্রার্থী জাসদের আজমুল হক।

নির্বাচনী ফলাফলের বিষয়ে তিনি বলেন, নির্বাচনের ফলাফল নিয়ে আমার কোনো চিন্তা নেই। আমার পক্ষে হয়তো কঠিন প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলা সম্ভব নয়, তবে ভোটারদের জানান দিতে চাই, শুধু বড় দল নয়; ছোট দলের মানুষও তাদের কথা ভাবেন। আপদ-বিপদে আমি ভোটারদের পাশে থাকতে চাই। বিপদে-আপদে, সুখে-দুঃখে তাদের পাশে থাকতে চাই। এভাবে মানুষের ভালোবাসা অর্জন করতে চাই। সাফল্য এবার না হোক হয়তোবা অন্য কোনো নির্বাচনে আসবে ইনশা আল্লাহ।

আজমুল হক পাটোয়ারী পুতুলের প্রচারিত মাইকিংয়ের এ বিষয়টি স্থানীয় ভোটারদের আকর্ষণ করেছে।

সঠিক গণতন্ত্রের অভাবে সাধারণ মানুষ রাষ্ট্র ও রাজনীতি থেকে নিজেদের সরিয়ে নিচ্ছেন বলে প্রচার করছেন তিনি। সমৃদ্ধ লালমনিরহাট ও শক্তিশালী বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মশাল মার্কায় ভোট চাচ্ছেন আজমুল হক পুতুল।

লালমনিরহাট শহরের অধিবাসী কমল চন্দ্ররায়, সাদিয়া আফরিন, শামিমা নাসরিন, রবিউল ইসলাম, সাব্বির হোসেনসহ অনেকেই বলেন, আমাদের কাছে এবার অনেকেই ভোট চেয়েছেন, জাসদের আজমুল হক পাটোয়ারী পুতুল তাদের মধ্যে একজন। ভোটের ফলাফল কী হবে জানা নেই। কিন্তু আজমুল হক পাটোয়ারী পুতুলের স্বকণ্ঠে ধারণ করা বক্তব্য আমাদেরকে মুগ্ধ করেছে।

প্রার্থী যেই হোক কোন আসন কার দখলে চলে যাবে তার জন্য আগামী ৭ জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে হবে।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কুষ্টিয়ায় জাসদ ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
শিল্পমন্ত্রীকে বিদায় করার আহ্বান ইনুর
নিত্যপণ্যের বাজার লুটেরা মাফিয়া-সিন্ডিকেটের নিয়ন্ত্রণে : ইনু
‘শরীফার গল্প’ ছেঁড়ায় শিক্ষককে গ্রেপ্তারের দাবি জাসদের
X
Fresh