• ঢাকা সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১
logo

টাকা ভাগাভাগি নিয়ে মারামারি, ভিডিও করায় সাংবাদিক লাঞ্ছিত 

টাঙ্গাইল (উত্তর) প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০২ জানুয়ারি ২০২৪, ২৩:৪৪
ছবি : আরটিভি

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পটল বাজারে স্বতন্ত্র প্রার্থী লতিফ সিদ্দিকীর জনসভা শেষে টাকা নিয়ে ভাগাভাগি করার সময় দুই পক্ষের সংঘর্ষের ভিডিও ধারণ করায় সাংবাদিকদের লাঞ্ছিত ও হুমকি প্রদান করেছে স্থানীয়রা।

মঙ্গলবার (২ জানুয়ারি) বিকেলে পটল স্কুল মাঠে এ ঘটনা ঘটে।

এ সময় কালিহাতী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের লাল মাহমুদের ছেলে মাসুদের নেতৃত্বে কয়েকজন মিলে সাংবাদিকদের লাঞ্ছিত ও হুমকি দেয়।

আনন্দ টেলিভিশনের বিশেষ প্রতিনিধি মেহেদী হাসান চৌধুরী বলেন, জনসভার সংবাদ শেষ করে ফিরছিলাম। তখন দেখলাম পটল স্কুল মাঠে দুই গ্রুপের মধ্যে হাতাহাতি হচ্ছে। ওই সময়ে ভিডিও ধারণ করার সময় মাসুদ নামে একজন আমার ও কালিহাতী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোল্লা মুশফিকুর মিল্টন ও বাংলাদেশ সমাচারের প্রতিনিধি হারুনুর রশীদের মোবাইলটি কেড়ে নিতে চায়। একপর্যায়ে তারা আমাদের লাঞ্ছিত করে। পরে আশে পাশের মানুষজন এগিয়ে এলে আমাদের প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়।

এ বিষয়ে কালিহাতী থানায় মোল্লা মুশফিকুর মিল্টন বাদী হয়ে অভিযোগ দায়ের করেছে।

কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ফারুক বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।


মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঘাটাইলে বজ্রপাতে হোটেল শ্রমিকের মৃত্যু
টাঙ্গাইলে এক কুকুরের কামড়ে ২০ জন আহত  
টাঙ্গাইলে ছাত্রীকে নিয়ে শিক্ষিকা উধাও 
বেল পাড়া নিয়ে সংঘর্ষ, স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা
X
Fresh