• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

বিএনপি নির্বাচন মোকাবিলায় ভয় পায় : খায়রুজ্জামান লিটন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

  ০২ জানুয়ারি ২০২৪, ২৩:২৯
ছবি : আরটিভি

বিএনপি নির্বাচন মোকাবিলায় ভয় পায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন।

মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের নৌকা প্রতীকের নির্বাচন পরিচালনা কমিটির আয়োজনে শিবগঞ্জ উপজেলার মনাকষা বাজারে নির্বাচনী সভায় এ মন্তব্য করেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন বলেন, আমরা নৌকার জন্য ভোট চাইতে এসেছি। আমরা গর্ব করেই ভোট চাইতে এসেছি। আওয়ামী লীগ সরকার কৃষকের ন্যায্য মূল্যে সার দিয়েছে, বিদ্যুৎ দিয়েছে। এখন দেশে কোন সারের সংকট নেই, পর্যাপ্ত বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। ২২ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা আমাদের আছে। অপরদিকে বিএনপির আমলে সারের জন্য কৃষকদের গুলি খেতে হয়েছে, বিদ্যুতের দাবিতে আন্দোলন করতে হয়েছে।

রাসিক মেয়র বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনে নিরলসভাবে কাজ করেছেন। তার প্রমাণ পদ্মা সেতু, মেট্রোরেল, বঙ্গবন্ধু ট্যানেল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, ফোরলেন, সিক্সলেন সড়কসহ দেশের ব্যাপক উন্নয়ন। নৌকা মানেই উন্নয়ন, নৌকা মানেই মানুষের ভ্যাগের পরিবর্তন। স্বপ্নের স্মার্ট বাংলাদেশ গড়তে আগামী ৭ জানুয়ারি নির্বাচনে মানুষ দলে দলে দিয়ে নৌকা মার্কায় ভোট দেবে।

তিনি বলেন, শেখ হাসিনা আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার ঘোষণা দিয়েছেন। ইশতেহারের এক নম্বরে আছে দ্রব্যের দাম কমানো। যারা সিন্ডিকেট করে দ্রব্যের দাম বাড়িয়ে মানুষকে কষ্ট দেয়, সেই সিন্ডিকেট ভেঙ্গে দেওয়া হবে। ইশতেহারের ২ নম্বরে আছে কর্মসংস্থান। আগামী ৫ বছরে ১ কোটি মানুষের কর্মসংস্থান করবে সরকার। এই এক কোটির মধ্যে নিশ্চয় শিবগঞ্জের অনেকের কর্মসংস্থান হবে।

তিনি আরও বলেন, বিএনপি কখনো মানুষের কল্যাণ করেনি। লন্ডনে বসে আমোদ-প্রমোদ করা যায়, বাংলার জনগণকে হুকুম করা যায় না। যেটি লন্ডনে বসে করছে তারেক জিয়া। তারেক জিয়ার কথায় বাংলার জনগণ আন্দোলনে নামেনি, নামবেও না।

নির্বাচনী সভায় বক্তব্য দেন বাংলাদেশে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী ডা. শামিল উদ্দিন আহমেদ শিমুল। শিবগঞ্জ উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও মনাকষা ইউপি চেয়ারম্যান মির্জা শাহাদাৎ হোসেন খুররম এর সভাপতিত্বে সভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল এবং বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটির সদস্য জিল্লার রহমান, শিবগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নাহিদ শিকদার, ১নং ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আব্দুস সোবহান মধু।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘বিএনপির ভবন খোলাটা সঠিক হয়নি’
বিএনপি দাসত্ব করে ক্ষমতা পাওয়ার জন্য : ওবায়দুল কাদের
ভারতে ভোট দিতে গিয়ে হিটস্ট্রোকে ৫ জনের মৃত্যু
৭৩ নেতাকে বিএনপি থেকে বহিষ্কার
X
Fresh