• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

কুড়িগ্রামের নদীতে সাগরের ইলিশ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৮ অক্টোবর ২০১৭, ১৫:২০

এবার সাগরের ইলিশ পাওয়া যাচ্ছে উত্তরের জেলা কুড়িগ্রামের ব্রহ্মপুত্র নদে। ব্রহ্মপুত্র ছাড়াও জেলার গঙ্গাধর, দুধকুমার নদীতেও মিলছে ছোট-বড় ইলিশ। অথচ গেলো কয়েক বছর কাঙ্ক্ষিত এই ইলিশ মাছ পেতে চেয়ে থাকতে হতো সমুদ্র উপকূলীয় জেলাগুলোর দিকে। কিন্তু এবার জেলার সব বাজারে কম দামে ইলিশ পেয়ে খুশি স্থানীয়রা।

এতদিন কুড়িগ্রামের মানুষের কাছে ইলিশ ছিল অনেকটা সোনার হরিণের মতো। কারণ দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নদ-নদী ও বঙ্গোপসাগরেই শুধু পাওয়া যেতো এ মাছ। বছরে একবারই এখানকার মানুষ ইলিশের জন্য চেয়ে থাকতো সমুদ্র উপকূলীয় জেলাগুলোর দিকে। কিনতেও হতো চড়া দামে।

কিন্তু এবার চিত্র সম্পূর্ণ ভিন্ন। হঠাৎ করেই রুপালি ইলিশ দেখা দিয়েছে কুড়িগ্রামের ব্রহ্মপুত্র নদসহ জেলার বেশ কিছু নদীতে।

বিষয়টি প্রশাসনের নজরে আসলে ইলিশ প্রজনন মৌসুমে মাছ ধরা নিষিদ্ধ করা হয়। নিষেধাজ্ঞা শেষে এখন জেলেদের জালে উঠছে ঝাঁকেঝাঁকে ইলিশ। এতে স্থানীয় বাজারগুলোতেও কম দামে এ মাছ পাওয়া যাচ্ছে।

ইলিশ প্রজনন মৌসুমগুলোতে সরকারি নিষেধাজ্ঞা অব্যাহত থাকলে আগামীতে ইলিশের প্রজনন আরো বাড়বে বলে মনে করেন জেলা মৎস্য কর্মকর্তা জিল্লুর রহমান।

তিনি বলেন, ‘ইলিশের ডিম ছাড়ার মৌসুমে মাছ ধরার বিষয়ে সরকারের কঠোর পদক্ষেপের কারণেই এমনটা সম্ভব হয়েছে’।

আগামীতে এ বিষয়ে সরকারের আরো কঠোর নজরদারি কামনা করছে কুড়িগ্রামবাসী।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh