• ঢাকা মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১
logo

সিলেটে পরিবহন ধর্মঘট প্রত্যাহার

সিলেট প্রতিনিধি

  ১৮ অক্টোবর ২০১৭, ১৪:১৫

সিলেটে শুরু হওয়া অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।

সিলেট মহানগর পুলিশ কমিশনার গোলাম কিবরিয়ার আশ্বাসে বুধবার দুপুরে এ ধর্মঘট প্রত্যাহার করেন পরিবহন মালিক সমিতির সভাপতি জমির আহমদ।

সিলেট সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম আহমদ ফলিক জানান, হামলাকারীদের গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধারে পুলিশ কমিশনারের আশ্বাসের প্রেক্ষিতে ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।

এর আগে ধর্মঘটের কারণে সকালে আন্তঃজেলা ও সিলেটের আঞ্চলিক সড়কসমূহে যানবাহন চলাচল বন্ধ রাখা হয়। এতে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। শ্রমিকদের রাস্তায় নেমে হালকা যানবাহন চলাচল প্রতিহত করতে দেখা যায়।

নিজেদের মধ্যে সংঘাতের ঘটনাকে কেন্দ্র করে বুধবার (১৮ অক্টোবর) থেকে সিলেটে অনির্দিষ্টকাল ধর্মঘটের ডাক দেয় সড়ক পরিবহন মালিক শ্রমিক ইউনিয়ন।

মঙ্গলবার বিকেলে সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালে অবস্থিত বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক, বিএনপি নেতা ও স্থানীয় কুচাই ইউনিয়নের আবুল কালাম দখলীয় হোটেল তাজমহল দখলকে কেন্দ্র বাস টার্মিনালের বর্তমান ইজারাদার সেলিম আহমদ ফলিক গ্রুপ ও সাবেক ইজারাদার যুবলীগ নেতা মহসীন কামরান গ্রুপে মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্যারিস্টার খোকনের বহিষ্কারাদেশ প্রত্যাহার
উপজেলা নির্বাচন: দ্বিতীয় ধাপে প্রার্থিতা প্রত্যাহারের শেষদিন আজ
সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত ৩
দ্বিতীয় দিনের মত স্বস্তির বৃষ্টি সিলেটে 
X
Fresh