• ঢাকা শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
logo

কুমিল্লায় ট্রেন-মাইক্রোবাস সংঘর্ষ, নিহত ২

কুমিল্লা প্রতিনিধি

  ১৭ অক্টোবর ২০১৭, ১৫:৫৫

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর রেলক্রসিংয়ে ট্রেন-মাইক্রোবাসের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো ২ জন।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

রেলওয়ে পুলিশ জানায়, ওই রেল গেটটি অরক্ষিত ছিল। সেখানে গেটকিপার ছিল না। চট্টগ্রাম থেকে সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস কুমিল্লার লালমাই এলাকার জেলখানা বাড়ি রেল ক্রসিংয়ে রেল লাইন অতিক্রম করার সময় মাইক্রোবাসটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে মাইক্রোবাসে থাকা আবু তাহের নামে এক আরোহী নিহত হয়,আহত হয় আরো ২ জন। হাসপাতালে নেয়ার পর মারা যায় আরো একজন। তার পরিচয় পাওয়া যায়নি।

এদিকে দুর্ঘটনার পর ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ প্রায় আধাঘণ্টা বন্ধ ছিল। পরে পুলিশ দুর্ঘটনা কবলিত মাইকক্রোবাসটি রেল লাইন থেকে সরিয়ে নিলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

সদর দক্ষিণ মডেল থানা পুলিশের ওসি মো. নজরুল ইসলাম জানান, আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হল-ক্যাম্পাস বন্ধ ঘোষণার মধ্যেই কুবিতে গুচ্ছ ভর্তি পরীক্ষা
স্টেশন মাস্টারসহ বরখাস্ত ৩
গাজীপুরে দুই ট্রেনের সংঘর্ষ: ৩ ঘণ্টা পর চলাচল স্বাভাবিক
গাজীপুরে দুই ট্রেনের সংঘর্ষ: উদ্ধার কাজে ২ প্লাটুন বিজিবি
X
Fresh