• ঢাকা সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
logo

টেকনাফে ফের রোহিঙ্গাবাহী নৌকাডুবি, ৮ লাশ উদ্ধার

টেকনাফ প্রতিনিধি

  ১৬ অক্টোবর ২০১৭, ০৮:৫৭

টেকনাফের শাহপরীর দ্বীপ এলাকার সাগরে ফের রোহিঙ্গাবাহী একটি নৌকা ডুবার ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত আটজনের লাশ উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে একজন নারী ও চার শিশু রয়েছে।

সোমবার ভোরে এই নৌকাডুবির ঘটনা ঘটে। নৌকাডুবির পর ২১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আরো অন্তত ৪০ জন নিখোঁজ রয়েছে।

টেকনাফ মডেল থানার পরিদর্শক (ওসি-তদন্ত) শেখ আশরাফুজ্জামান বলেন, রোহিঙ্গাবাহী একটি নৌকা ডুবার ঘটনা শুনতে পেরেছি।

স্থানীয় সূত্রে জানা যায়, মিয়ানমার থেকে পালিয়ে আসা অন্তত ৬৫ জন রোহিঙ্গাবাহী একটি নৌকা ভোরে সাগরে ডুবে যায়। নৌকাডুবির এ ঘটনায় এখন পর্যন্ত আট মরদেহ এবং ২১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

গেলো ২৯ আগস্ট থেকে ১৬ অক্টোবর পর্যন্ত নাফ নদী ও সগরে রোহিঙ্গাবাহী ২৬টি নৌকাডুবির ঘটনায় ১৭৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ১৭৬ জন রোহিঙ্গা। রোহিঙ্গাদের মরদেহের মধ্যে ৯০ জন শিশু, ৫৭ জন নারী ও ২৯ জন পুরুষ।

এর আগে ২৫ আগাস্ট মিয়ানমারের রাখাইন প্রদেশে সেদেশের সেনাবাহিনী মুসলিম রোহিঙ্গাদের দমন অভিযান শুরুর পর পাঁচ লাখের বেশি রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টেকনাফে ১০ কৃষক অপহরণ মামলার আসামি গ্রেপ্তার
তিউনিসিয়া উপকূলে অভিবাসীবোঝাই নৌকাডুবি, নিহত ১৪
জালে ধরা পড়ল ৪০০ কেজি ওজনের ‘তলোয়ার’ মাছ
মিয়ানমারের রাখাইনে সংঘাত, টেকনাফে এসে পড়লো গুলি
X
Fresh