• ঢাকা সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১
logo

গোবিন্দগঞ্জে সরকারের উন্নয়ন কাজের প্রচারণা শুরু

গাইবান্ধা প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১০ সেপ্টেম্বর ২০২৩, ০১:০৮
উন্নয়ন কর্মকাণ্ড তৃণমূলে প্রচার
ছবি : সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকাণ্ড তৃণমূলে প্রচারের লক্ষ্যে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জে প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৯ সেপ্টেম্বর) গোবিন্দগঞ্জ থানার দরবস্ত ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠন এ সভার আয়োজন করে।

প্রচারণা সভায় বক্তরা বলেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের আমলে পদ্মাসেতু, মেট্রোরেল, কর্ণফুলী ট্যানেল, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, সারা দেশে হাইটেক পার্ক, সারা দেশের রাস্তাঘাটের উন্নয়ন, শিক্ষার প্রসারে সরকারের ভূমিকা, বৈদেশিক মূদ্রা আয়, স্বাস্থ্য-চিকিৎসাসহ সকল সূচকে এগিয়েছে বাংলাদেশ।

উক্ত প্রচারণা সভায় প্রধান অতিথির বক্তব্যে গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোকাদ্দেস আলী প্রধান বাদু বলেন, আওয়ামী লীগ উন্নয়নের সরকার। স্বাধীকার থেকে স্বাধীনতা বঙ্গবন্ধুর হাত ধরে। আর স্বাধীনতা পরবর্তী সকল উন্নয়ন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাত ধরে।

তিনি আরও বলেন, বাংলাদেশকে ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে হলে আওয়ামী লীগ ও শেখ হাসিনা সরকারের কোন বিকল্প নাই। আগামী বছর নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে আবারও ক্ষমতায় আসবে শেখ হাসিনা।

বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলের সাবেক সভাপতি কামরুল হাসান ফাহিয়ান বলেন, আওয়ামী লীগের নেতৃত্বে উন্নয়নের মহাসড়কে চলছে বাংলাদেশ। আগামীতে এই ধারাবাহিকতা বজায় রাখতে হলে আওয়ামী লীগের কোন বিকল্প নাই।

উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মিয়া আসাদুজ্জামান হীরুসহ স্থানীয় নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সরকারের উন্নয়ন দেখে মির্জা ফখরুলদের মাথা খারাপ: আইনমন্ত্রী
কুমিল্লা বোর্ডে পাসের হার ও জিপিএ-৫ বেড়েছে
এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৮৩.০৪ শতাংশ
প্রধানমন্ত্রীর কাছে এসএসসির ফল হস্তান্তর
X
Fresh