• ঢাকা রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
logo

জলঢাকায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

নীলফামারী প্রতিনিধি

  ১৫ অক্টোবর ২০১৭, ১৮:৫৭

নীলফামারীর জলঢাকা উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

রোববার সকালে উপজেলার খুটামারা ইউনিয়নের পশ্চিম খুটামারা বাবুপাড়ায় এ ঘটনা ঘটে।

দুই শিশু হলো ওই এলাকার গণেশ চন্দ্র রায়ের ছেলে প্রাপ্তি (৪) ও ব্রজেন্দ্র নাথ রায়ের মেয়ে ববিতা রাণী (৫)। তারা দুজনই দক্ষিণ দেশিবাই ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী ছিল।

খুটামারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু সাঈদ চৌধুরী শামীম জানান, রোববার সকালে পুকুরের পানিতে তাদের মরদেহ ভাসতে দেখে সেখান থেকে উদ্ধার করেন স্থানীয়রা। পরে তাদেরকে উদ্ধার করে জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত বলে জানান।

বিষয়টি নিশ্চিত করে জলঢাকা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, তারা একসঙ্গে স্কুলে যাবার পথে এ ঘটনা ঘটে।

ওসি জানান, শিক্ষার্থীদের মধ্যে প্রাপ্তির মা অণিকা রানী একই বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে রয়েছেন। প্রতিদিন মায়ের সঙ্গে স্কুলে গেলেও আজ এ দুই শিশু একসঙ্গে যাবার পথে এই দুর্ঘটনা ঘটে।

দুই শিশুর এই মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। প্রাপ্তির মা অণিকা রানী ছেলের মৃত্যুতে বাকরুদ্ধ হয়ে পড়েছেন। বার বার মূর্ছা যাচ্ছেন তিনি। একই অবস্থা অপর শিশু ববিতা রানীর বাড়িতেও।

জেবি/সি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হরিণাকুন্ডুতে পাখিদের জন্য গাছে গাছে পানির পাত্র
বান্দরবানে ঝিরি শুকিয়ে যাওয়ায় পানির তীব্র সংকট
পানি বাড়ছে কুশিয়ারায়, বিপৎসীমার ওপরে সুরমা
বাংলাদেশে বিনিয়োগ করতে চায় ৮০টি সৌদি কোম্পানি
X
Fresh