• ঢাকা শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
logo

‘সরকার বিচার বিভাগকে ধ্বংস করে দিয়েছে’

চট্টগ্রাম প্রতিনিধি

  ১৪ অক্টোবর ২০১৭, ২২:৩২

সরকার দেশের অন্যতম একটি স্তম্ভ বিচার বিভাগকে ধ্বংস করে দিয়েছে। বললেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান।

শনিবার বিকেলে চট্টগ্রাম জেলা উত্তর মহিলা দলের কর্মী সমাবেশে বিএনপির ভাইস চেয়ারম্যান এ অভিযোগ করেন।

নগরীর নাসিমন ভবনে দলীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

আবদুল্লাহ আল নোমান বলেন, আজকে দেশে স্বাধীনতা নেই, বিচার বিভাগের কোনো মূল্য নেই। বিচার বিভাগ সরকারের নয়, দেশের একটি স্তম্ভ। সেই স্তম্ভকে আজকে তারা ধ্বংস করে দিয়েছে। সরকার একটা অরাজক পরিস্থিতি সৃষ্টি করছে।

বিএনপি নেতা নোমান বলেন, সরকার ন্যক্কারজনকভাবে প্রধান বিচারপতির সমালোচনা করেছেন। তাকে ছুটিতে যেতে বাধ্য করেছেন।

মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসের সভাপতিত্বে কর্মী সমাবেশে বিশেষ অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম আকবর খোন্দকার, এস এম ফজলুল হক, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহাবুবুর রহমান শামীম, মহিলাবিষয়ক সম্পাদক নুরী আরা ছাফা, মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‌‘অপতথ্য রোধে সরকার, গণমাধ্যম ও সুশীল সমাজ একসঙ্গে কাজ করতে পারে’
সরকারি প্রতিষ্ঠানও কর না দিতে তদবির করে: এনবিআর চেয়ারম্যান
শ্রমিকের কল্যাণে নিরন্তর কাজ করে যাচ্ছে সরকার: রাষ্ট্রপতি
অতি বাম-ডান মিলে সরকার উৎখাতে কাজ করছে : প্রধানমন্ত্রী
X
Fresh