• ঢাকা মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১
logo

পাসপোর্ট করতে গিয়ে সন্তানসহ দুই রোহিঙ্গা নারী আটক

বগুড়া প্রতিনিধি

  ১২ অক্টোবর ২০১৭, ১৮:২৮

ভুয়া কাগজপত্র দেখিয়ে পাসপোর্ট করতে এসে বগুড়ায় আটক হয়েছেন দুই রোহিঙ্গা নারী। তাদের সঙ্গে থাকা এক শিশুকেও আটক করে পুলিশ।

বৃহস্পতিবার বগুড়া পাসপোর্ট অফিস থেকে তাদের আটক করে থানা হেফাজতে নেয়া হয়েছে।

পুলিশ জানায়, বগুড়া আঞ্চলিক পাসপোর্ট অফিসে অনলাইনের মাধ্যমে ফরম পুরণ করেন হাজেরা বিবি (৩০)।

তিনি বৃহস্পতিবার ফিঙ্গার প্রিন্ট (আঙ্গুলের ছাপ) দিতে এসেছিলেন। এ সময় পাসপোর্ট অফিস'র কর্মকর্তার সন্দেহ হলে তিনি তাদের নাম-ঠিকানা জিজ্ঞাসা করেন।

ওই নারীর কথায় অসামঞ্জস্যতা দেখে তিনি বিষয়টি সদর থানা পুলিশকে অবহিত করেন। পরে পুলিশ গিয়ে তাকেসহ সঙ্গে থানা অপর নারী ও শিশুকে থানা হেফাজতে নেয়।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদ হোসেন আরটিভি অনলাইনকে জানান, হাজেরার সঙ্গে আটক করা হয় তার মা আমেনা বিবি (৪৮) ও ওসমান গণি নামের ৭ বছরের সন্তানকে।

তারা বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার ভুয়া ঠিকানা ব্যবহার করে জন্ম সনদসহ অন্যান্য কাগজপত্র পাসপোর্ট অফিসে জমা দিয়ে পাসপোর্ট করতে এসেছিলেন।

ওসি এমদাদ আরো বলেন, আটক দুই রোহিঙ্গা নারী ও শিশুকে কক্সবাজার পুলিশের কাছে পাঠানো হবে।

গেলো আগস্টে মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গাদের বিরুদ্ধে অভিযান শুরু করে সে দেশের সেনাবাহিনী। এতে প্রায় পাঁচ লাখেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশ এসেছে।

প্রশাসন তাদের চলাচল কক্সবাজারের মধ্যে সীমাবদ্ধ করলেও অনেকেই বাংলাদেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ছেন।

এর আগে রোহিঙ্গাদের বাংলাদেশি পাসপোর্টে বিদেশ যাবার ঘটনাও ঘটেছে। অনেকে বাংলাদেশিদের বিয়ে করছেন বলেও অভিযোগ আছে।

এসজে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উখিয়ায় অস্ত্রসহ ৫ রোহিঙ্গা সন্ত্রাসী আটক
আরও রোহিঙ্গা অনুপ্রবেশের শঙ্কা, উত্তেজনা ছড়াতে পারে পার্বত্য অঞ্চলে
মিয়ানমারে সেনা ট্রেনিং নিয়ে ফেরা ২ রোহিঙ্গা গুলিসহ গ্রেপ্তার
রোহিঙ্গাদের কারণে কক্সবাজারে দীর্ঘস্থায়ী খাদ্যনিরাপত্তাহীনতা: এফএসআইএন
X
Fresh