• ঢাকা মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১
logo

পাবনায় মুদি দোকানি হত্যায় ৬ জনের যাবজ্জীবন

পাবনা প্রতিনিধি

  ১২ অক্টোবর ২০১৭, ১৫:৩০

পাবনায় এক মুদি দোকানিকে হত্যার দায়ে ছয়জনকে যাবজ্জীবন দিয়েছেন আদালত।

বুধবার পাবনার জেলা ও দায়রা জজ লিয়াকত আলী মোল্লা এ রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত পলাতক আসামিরা হলেন সদর উপজেলার ভাড়ারা ইউনিয়নের বকশীপুর গ্রামের আতিক হোসেন (৩৮), গয়েশপুর ইউনিয়নের হরিনারায়ণপুর গ্রামের মকবুল হোসেন (৫৫), জোতগড়ি জালালপুর গ্রামের আসলাম উদ্দিন (৩৭), জালালপুর গ্রামের রশিদের ছেলে জামাল হোসেন, একই গ্রামের ইব্রাহীমের ছেলে শাহজাহান ওরফে কালাই (৩৫) ও মনোহরপুর গ্রামের আব্দুল গফুরের ছেলে তোরাব হোসেন ওরফে তুরি কানা (৫৫)।

সরকার পক্ষের আইনজীবী খন্দকার আহমেদ রকিব বলেন, ২০০৫ সালের ২৬ ফেব্রুয়ারি সদর উপজেলার জালালপুর বাজারে মুদি দোকানি তারেক আলীকে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়। এ ঘটনার পরে তার ভাই হারুন খাঁ বাদী হয়ে সদর থানায় ১২ জনকে আসামি করে হত্যা মামলা করেন। পুলিশ ১১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় আদালতে।

১১ জনের মধ্যে আদালত ছয়জনকে যাবজ্জীবন ও তিনজনকে বেকসুর খালাস দেন। আর ‘বন্দুকযুদ্ধে’ দুইজনের মৃত্যু হয়েছে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রূপপুরে নতুন বিদ্যুৎ লাইন চালু, ৩ জেলায় সতর্কতা
গাজীপুরে স্কুলছাত্রকে হত্যার দায়ে ৭ জনের যাবজ্জীবন
২২ বছর পর হত্যা মামলার রায়, ১৯ আসামিকে যাবজ্জীবন
ঈশ্বরদীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
X
Fresh