• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

পোশাক কারখানায় আগুন আতঙ্কে আহত ৫০

সাভার প্রতিনিধি

  ১০ অক্টোবর ২০১৭, ২০:৩৫

সাভারের আশুলিয়ায় একটি তৈরি পোশাক কারখানায় আগুন আতঙ্কে তাড়াহুড়ো করে নামতে গিয়ে আহত হয়েছেন অর্ধশতাধিক শ্রমিক।

মঙ্গলবার দুপুরে সাভারের আশুলিয়া ইউনিয়নের কুটুরিয়া আমতলা এলাকায় আজমত গ্রুপের ‘জেড থ্রী’ গার্মেন্টসে এ ঘটনা ঘটে।

শ্রমিকরা জানান, দুপুরে আজমত গ্রুপের জেড থ্রী ছয়তলা গার্মেন্টসের একটি ফ্লোরে হঠাৎ করে ফায়ার অ্যালার্ম বেজে উঠে। এসময় কারখানার চার হাজার শ্রমিক আগুন আতঙ্কে তাড়াহুড়ো করে নামতে গেলে অর্ধশতাধিক আহত হন।

পরে কারখানা কর্তৃপক্ষ আহত শ্রমিকদের উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের ল্যাব জোন হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে আশুলিয়া শিল্প পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ বিষয়ে আজমত গ্রুপের চেয়ারম্যান আজমত আরটিভি অনলাইনকে জানান, আহত শ্রমিকদের চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। কেন অকারণে ফায়ার অ্যালার্ম বেজে উঠেছিল বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

সাভারের পোশাক কারখানাগুলোতে প্রায়ই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ২০১২ সালে আশুলিয়া এলাকায় তাজরিন নামের একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে শতাধিক শ্রমিক আগুনে পুড়ে মারা যান। এরপর থেকে গার্মেন্টস কারখানাগুলোকে নিরাপদ করার জন্য বিভিন্ন শ্রমিক সংগঠন দাবি করে। তারপরও পোশাক কারখানার মালিকরা শ্রমিকদের নিরাপত্তায় তেমন কোনো উদ্যোগ গ্রহণ করেনি।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজধানীতে সৌদি দূতাবাসের ভেতরে আগুন
যে কারণে ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা
দিনাজপুরে দশ মাইলে পেট্রোল পাম্পে আগুন
রাজধানীতে পুলিশ ক্যাম্পে আগুন
X
Fresh