• ঢাকা সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১
logo

মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত কবি রফিক

বাগেরহাট প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৭ আগস্ট ২০২৩, ১৫:১৬
মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত কবি রফিক

বাগেরহাট সদর উপজেলায় মা-বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন কবি মোহাম্মদ রফিক।

সোমবার (৭ আগস্ট) বেলা ১১টায় বেমরতা ইউনিয়নের চিতলী-বৈটপুর গ্রামে উদ্দিপন বদর সামছু বিদ্যানিকেতনে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

কবি মোহাম্মদ রফিকের জন্ম ১৯৪৩ সালের ২৩ অক্টোবর বাগেরহাটের বেমরতা ইউনিয়নের চিতলী-বৈটপুর গ্রামে। তিনি একুশে পদক ছাড়াও বাংলা একাডেমি পুরস্কার, জেমকন সাহিত্য পুরস্কারসহ বিভিন্ন স্বীকৃতি ও পুরস্কার অর্জন করেছেন।

জানা গেছে, রোববার (৬ আগস্ট) সকালে নিজ গ্রামের বাড়ি বাগেরহাটের চিতলীতে অবস্থানকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন কবি মোহাম্মদ রফিক। এ সময় তাকে প্রথমে বাগেরহাট ও পরে বরিশাল নেওয়া হয়। পরে বরিশালের একটি বেসরকারি ক্লিনিকে বিভিন্ন পরীক্ষার পর বেশকিছু শারীরিক জটিলতা ধরা পড়লে চিকিৎসকরা তাকে ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। এ সময় সন্ধ্যায় পরিবারের সদস্যরা কবিকে নিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রওয়ানা দেন। পরে ঢাকায় নেওয়ার পথেই কবি মারা যান।

এদিকে সোমবার বেলা ১১টায় কবির নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় জানাজা শেষে মা-বাবার কবরের পাশে কবিকে দাফন করা হয়।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নির্বাচন বর্জনের ঘোষণা এক চেয়ারম্যান প্রার্থীর
বাগেরহাটে ট্রাকের ধাক্কায় ব্যবসায়ী নিহত
দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানের পেছনে ট্রাকের ধাক্কা, নিহত ১
বাগেরহাটে বজ্রপাতে ২ শ্রমিকের মৃত্যু
X
Fresh