• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

ধামরাইয়ে দুই বাসের সংঘর্ষে আহত ৩০

সাভার প্রতিনিধি

  ০৭ অক্টোবর ২০১৭, ১২:১৬

সাভারের ধামরাইয়ে থানা বাসস্ট্যান্ড এলাকার ঢাকা-আরিচা মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। আহতদের ধামরাই স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার সকাল ৮টার সময় এ দুর্ঘটনা ঘটে। আহতদের পরিচয় জানা যায়নি।

ধামরাই থানার ওসি রিজাউল হক আরটিভি অনলাইনকে জানান, মানিকগঞ্জ থেকে ঢাকাগামী শুভযাত্রা নামের বাসের সঙ্গে ধামরাই থেকে ছেড়ে আসা পল্লীসেবা নামের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ৩০ জন আহত হন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি আরো জানান, বাস দুটিকে জব্দ করা হয়েছে। ঘটনার পরপরেই চালক ও হেলপার পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।

এদিকে স্থানীয়রা জানিয়েছেন, চালকদের বেপরোয়া গতি ও আইন না মানার কারণে এই এলাকায় একের পর এক দুর্ঘটনা ঘটছে। এখানে অনেক পোশাক কারখানা রয়েছে। অনেক শ্রমিককে পায়ে হেঁটে কারখানায় যেতে হয়। কিন্তু পরিবহন চালকদের বেপরোয়া গতির কারণে তারাও নিরাপদে কর্মস্থলে যেতে পারছেন না। অন্যদিকে পথচারীরাও আইন অমান্য করে রাস্তা পার হতে গিয়ে দুর্ঘটনার শিকার হচ্ছেন।

এলাকাবাসী এই এলাকায় একের পর এক দুর্ঘটনা রোধে চালকসহ সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঘোড়াঘাটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২ 
দু’পক্ষের সংঘর্ষ, শতাধিক হাতবোমা নিক্ষেপ
পঞ্চগড়ে ট্রাক-ট্রাক্টরের সংঘর্ষ, নিহত ২
মালয়েশিয়ায় দুই হেলিকপ্টারের সংঘর্ষে নিহত ১০
X
Fresh