• ঢাকা সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১
logo

দুধকুমার নদের পানি বিপৎসীমার ওপরে, নিম্নাঞ্চল প্লাবিত

কুড়িগ্রাম (উত্তর) প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৩ জুলাই ২০২৩, ১১:৫২
দুধকুমার নদের পানি বিপৎসীমার ওপরে, নিম্নাঞ্চল প্লাবিত
ছবি : সংগৃহীত

কুড়িগ্রামের দুধকুমার নদের পাটেশ্বরী পয়েন্টে বিপৎসীমার ৮ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। ইতোমধ্যে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে বাড়িঘরে পানি প্রবেশ করতে শুরু করেছে। এ ছাড়াও নদী তীরের বাসিন্দারা বন্যার শঙ্কা নিয়ে দিন কাটছে।

বৃহস্পতিবার (১৩ জুলাই) জেলার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।

পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, বৃহস্পতিবার সকালে দুধকুমার নদের পাটেশ্বরী পয়েন্টে বিপৎসীমার ৮ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। তবে অন্য নদ-নদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। চিলমারী পয়েন্টে ব্রহ্মপুত্র নদের পানি ৭২ সেন্টিমিটার, ধরলা নদীর পানি বিপৎসীমার ৫৫ সেন্টিমিটার ও তিস্তা নদীর কাউনিয়া পয়েন্টের পানি বিপৎসীমার ৫৭ সেমি নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

এদিকে কুড়িগ্রাম সদরের যাত্রাপুর ইউনিয়নের নিম্নাঞ্চল, উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়ন, দুধকুমার অববাহিকার ভূরুঙ্গামারী উপজেলার আন্ধারীরঝাড় ও নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ ইউনিয়নের নিম্নাঞ্চলের বাড়িঘরে পানি প্রবেশ করতে শুরু করেছে।

প্রকৌশলী আবদুল্লাহ আল মামুন জানান, আগামী ২৪ ঘণ্টা দুধকুমার নদের পানি বাড়তে পারে। পূর্বাভাস অনুযায়ী ব্রহ্মপুত্র নদের পানি আগামী ১৭ জুলাই পর্যন্ত বাড়বে। এ কারণে বন্যা হওয়ার আশঙ্কা রয়েছে। ইতোমধ্যে ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা ও গঙ্গাধরসহ জেলার ১৫ নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কুড়িগ্রামে স্বস্তির বৃষ্টি
কুড়িগ্রামে উত্তরবঙ্গ জাদুঘর পরিদর্শন করলেন দীপু মনি
উলিপুরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু 
কুড়িগ্রামে বিএনপির চার নেতা বহিষ্কার
X
Fresh