• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

ধর্ষণের শিকার অন্তঃসত্ত্বা শিশুর দায়িত্ব নিল উপজেলা প্রশাসন

আরটিভি অনলাইন রিপোর্ট, গাজীপুর

  ০৩ অক্টোবর ২০১৭, ০৯:২৫

গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটী ইউনিয়নের সাইটেলিয়া এলাকায় ধর্ষণের শিকার অন্তঃসত্ত্বা তৃতীয় শ্রেণির সেই মাদরাসা ছাত্রীর দায়িত্ব নিয়েছে উপজেলা প্রশাসন।

সোমবার সকালে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকতা (ইউএনও) রেহেনা আকতার শিশুটির বাড়িতে গিয়ে আইনি সহায়তা, চিকিৎসা, শিক্ষা ও ভরণ-পোষণসহ সব ধরনের দায়িত্ব নেয়ার কথা জানান।

ওই এলাকার নূরুল ইসলামের ছেলে আমান উল্লাহ নানা কৌশলে বারো বছর বয়সী ওই শিশু শিক্ষার্থীকে ধর্ষণ করে। এতে শিশুটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। বিষয়টি জানাজানি হলে চারদিকে সমালোচনার ঝড় ওঠে। দিশেহারা হয়ে পড়েন পোশক কারখানার শ্রমিক মা ও রিকশাচালক বাবা। শ্রীপুর থানায় মামলা দায়ের করেন ধর্ষিতার মা।

এ বিষয়ে ইউএনও রেহেনা আকতার আরটিভিকে বলেন, ৫ মাসের অন্তঃসত্ত্বা ওই মেয়েটিকে তাদের বাসা থেকে নিয়ে আসি। পরে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আল্ট্রসনোগ্রাম, রক্ত, প্রসাব পরীক্ষাসহ বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষার পর প্রয়োজনীয় ওষুধ কিনে দেয়া হয়েছে।

তিনি আরো বলেন, তাকে এখন নিবিড় পরিচর্যায় রাখা দরকার।

চিকিৎসকরা জানিয়েছেন আগামী ১৫ জানুয়ারি তার সন্তান প্রসব করার সম্ভাব্য তারিখ।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক এখলাছ উদ্দিন বলেন, এ মামলার একমাত্র আসামি আমানকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে।

জেবি/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হিলিতে গরুবাহী ভটভটির ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত 
নোংরা বরফের শরবতে প্রাণ জুড়াচ্ছেন ঢাকাবাসী! (ভিডিও)
বোল্টকে নিমেষেই পরাজিত করবেন গেইল!
বিয়ের আগেই সন্তান জন্ম, স্বামীকে নিয়ে মুখ খুললেন সেই অভিনেত্রী
X
Fresh