• ঢাকা রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
logo

চুয়াডাঙ্গায় যুবলীগকর্মীর লাশ উদ্ধার, ৩ নারী আটক

চুয়াডাঙ্গা প্রতিনিধি

  ০২ অক্টোবর ২০১৭, ১২:৩৭

চুয়াডাঙ্গার সদর উপজেলার খাসপাড়া মাঠের বিল এলাকা থেকে রিপন (২৮) নামে এক যুবলীগকর্মীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার গভীর রাতে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিন নারীকে আটক করেছে পুলিশ।

স্থানীয়রা জানান, রোববার রাত ১২টার দিকে মাছ ব্যবসায়ী ও যুবলীগকর্মী রিপন স্থানীয় দোকান থেকে বাড়ি ফিরছিলেন। পথে প্রতিবেশী মহিন ও তার অনুসারীরা তাকে ধরে বিলের ধারে নিয়ে যায়। সেখানেই রিপনকে কুপিয়ে হত্যা করা হয়। এরপর তার লাশ গুম করার জন্য বিলের পানিতে জাগ দিয়ে রাখা পাটের নিচে রেখে চলে যায়।

পরে সোমবার ভোরে জাগ দেয়া পাটের নিচে খোঁজাখুঁজি করে রিপনের মরদেহ পাওয়া যায়। খবর পেয়ে তিতুদহ ক্যাম্প থেকে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে।

এ ঘটনার পর থেকেই মহিন ও তার বাবা শামসুদ্দিন পলাতক আছেন। তবে মহিনের মা, স্ত্রী ও ছোট ভাইয়ের স্ত্রীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

তিতুদহ পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই লিটন গাজী জানান, মহিনের স্ত্রীর সঙ্গে রিপনের বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল বলে জানা গেছে। তার জের ধরেই রিপনকে হত্যা করা হয়ে থাকতে পারে। এ ঘটনায় মহিনের পরিবারের তিন জনকে আটক করা হয়েছে। রিপনের মরদেহ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
একনজরে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি
২০২৪ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি ঘোষণা
নির্বাচনী প্রচারণায় সোহমকে হরলিক্স উপহার দিলেন নারী!
এপ্রিলে ১৯৩ নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার
X
Fresh