• ঢাকা শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১
logo

নিষেধাজ্ঞার প্রথম দিনেই ৫০ লাখ টাকার ইলিশ-কারেন্ট জাল উদ্ধার

মোংলা প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ০১ অক্টোবর ২০১৭, ১৬:৪৭

নিষেধাজ্ঞার প্রথম দিনেই মোংলার পশুর নদীতে অভিযান চালিয়ে ৫০ লাখ টাকার জাটকা ইলিশ ও কারেন্ট জাল উদ্ধার করেছে কোস্টগার্ড।

রোববার বিষয়টি নিশ্চিত করেছেন কোস্টগার্ড পশ্চিমজোন(মোংলা সদর দপ্তর) অপারেশন কর্মকর্তা লেফট্যান্টেট এম এইচ আই সিদ্দিক।

কোস্টগার্ডের এক বিবৃতিতে বলা হয়েছে, রোববার থেকে টানা ২২ দিন মা ইলিশ রক্ষায় সকল প্রকার ইলিশ মাছ ধরা নিষিদ্ধ করা হয়েছে। মোংলার পশুর নদীতে অভিযান চালানো হয়েছে।

আরো বলা হয়েছে, নদীটির মোংলা নালা ও লাউডোব ঘাট থেকে ১০০ কেজি জাটকা ইলিশ এবং একলাখ মিটার কারেন্ট জাল উদ্ধার করা হয়েছে। তবে কাউকে আটক করতে পারেনি কোস্টগার্ড।

পরে উদ্ধার করা জাল ও মাছ উপজেলা নির্বাহী অফিসার মো. রবিউল ইসলাম ও মৎস্য অফিসার ফেরদাউস আনসারীর উপস্থিতিতে ধ্বংস করা হয় বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

কোস্টগার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, ধ্বংস করা জাল ও মাছের বাজার মূল্য ৫০ লাখ টাকা। মা ইলিশ রক্ষা এবং সুন্দরবন সংলগ্ন নদী-নালা, বন্যপ্রাণী রক্ষা ও জেলেদের নিরাপত্তার জন্য এ অভিযান অব্যাহত থাকবে।

ওয়াই/কে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে নিলো ভারত
আইসিসি থেকে পাঁচ বছরের নিষেধাজ্ঞা পেলেন ক্যারিবিয়ান তারকা ক্রিকেটার
যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের বিরুদ্ধে ইরানের নিষেধাজ্ঞা
দুই মাসের নিষেধাজ্ঞা শেষে ইলিশ ধরা শুরু
X
Fresh