• ঢাকা শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
logo

রাজশাহীতে স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

আরটিভি অনলাইন রিপোর্ট, রাজশাহী

  ২৫ সেপ্টেম্বর ২০১৭, ১৬:০০

রাজশাহীর পুঠিয়া উপজেলায় যৌতুকের দাবিতে স্ত্রীকে কুপিয়ে হত্যার মামলায় রফিকুল ইসলাম নামে এক ব্যক্তিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার দুপুরে রাজশাহীর নারী ও শিশু নির্যাতন দমন আদালত-১ এর বিচারক মনসুর আলম এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

এ মামলায় অপর দুই আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ার তাদের বেকসুর খালাস দেয়া হয়েছে।

আদালত সূত্রে জানা যায়, যৌতুকের দাবিতে ২০০৭ সালের ১৬ মে সকাল ৭টার দিকে নিজ বাড়িতে গৃহবধূ রিনা খাতুনকে তার স্বামী রফিকুল ইসলাম ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে।

এ ঘটনায় নিহতের বড় ভাই ইয়াসিন আলী মোল্লা বাদী হয়ে রিনার স্বামী, শাশুড়ি ও ভাসুরের বিরুদ্ধে পুঠিয়া থানায় একটি হত্যা মামলা করেন। পরে দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে সোমবার আদালত এ রায় দেন।

জেবি/এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দ্বিতীয় বিয়ের অনুমতি না দেওয়ায় স্ত্রীকে তালাক
স্ত্রীকে খুনের অভিযোগে স্বামী গ্রেপ্তার
সস্ত্রীক ওমরাহ করতে গেলেন ফখরুল
পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে প্রবাসীর মৃত্যু, স্ত্রী-সন্তান আহত
X
Fresh