• ঢাকা মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১
logo

দিনাজপুরে বজ্রাঘাতে ৮ জনের মৃত্যু

দিনাজপুর প্রতিনিধি

  ২৩ সেপ্টেম্বর ২০১৭, ২১:০৪

দিনাজপুরের পাঁচ উপজেলায় বজ্রাঘাতে তিন নারীসহ আট জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় দগ্ধ হয়েছেন সাতজন।

এদের মধ্যে শনিবার বিরলের রাজারামপুর গ্রামে চার জন, মোকলেসপুরে একজন, চিরিরবন্দরের চকরামপুর, বোচাগঞ্জের মালগাঁও ও খানসামার আলোকঝড়ী গ্রামের একজন করে মারা যান।

নিহতরা হলেন বিরলের রাজারামপুর গ্রামের মেছের আলী, শুকুর উদ্দীন, খুশুন রায় ও বনিতা রায়। মোকলেসপুরের সাকিবুল ইসলাম খানসামার আলোকঝড়ী গ্রামের দীনবন্ধু রায়, চিরিরবন্দরের হালিমা খাতুন (৩২) এবং বোচাগঞ্জের মালগাঁও গ্রামের রানী।

বিরল থানার ওসি আব্দুল মজিদ বিষয়টি নিশ্চিত করে জানান, ধান ক্ষেতে কাজ করছিলেন ১১ কৃষক। দুপুরে বৃষ্টির সময় পাশের একটি খড়ের ছাউনির নিচে তারা অবস্থান নেন। ওই সময় বজ্রপাত হলে ঘটনাস্থলে দুই জন এবং দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে আরো দুই জন মারা যান।

ওসি জানান, আহতদের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে চিরিরবন্দরে সকালে চকরামপুর গ্রামে বজ্রাঘাতে গৃহবধূ হালিমা খাতুনের (৩২) মৃত্যু হয়েছে।

চিরিরবন্দর থানার ওসি হারেসুল ইসলাম জানান, বৃষ্টির সময় বাড়ির আঙ্গিনায় বের হলে বজ্রাঘাতে ঘটনাস্থলে হালিমার মৃত্যু হয়।

অন্যদিকে খানসামায় দুপুরে আকাশে মেঘ দেখে গোয়ালে গরু বাঁধার সময় বজ্রপাতে দীনবন্ধু রায় নামে ঘটনাস্থলেই একজন মারা যান বলে জানান, খানসামা থানার ওসি আব্দুল মতিন প্রধান।

এছাড়া বোচাগঞ্জ থানার ওসি সাজ্জাদ হোসেন জানান, দুপুরে বৃষ্টি শুরু হলে মাঠ থেকে গরু আনতে গেলে বজ্রাঘাতে ঘটনাস্থলেই মারা যান গীতা রানী।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নদীতে ডুবে যুবকের মৃত্যু
দিনাজপুরে ৪১ ডিগ্রি তাপমাত্রায় অতিষ্ঠ জনজীবন
হিলিতে তীব্র গরমে বিপাকে নিম্ন আয়ের মানুষ
দেবোত্তর সম্পত্তি রক্ষায় আইন করা হচ্ছে: ভূমিমন্ত্রী
X
Fresh