DMCA.com Protection Status
  • ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০১৯, ৬ বৈশাখ ১৪২৬

নরসিংদীতে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ২

আরটিভি অনলাইন রিপোর্ট, নরসিংদী
|  ১৯ সেপ্টেম্বর ২০১৭, ২২:৫২ | আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৭, ১৮:৩৭
নরসিংদীর ঢাকা-সিলেট মহাসড়কের ভাগদীতে যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন তিনজন। মঙ্গলবার সন্ধ্যা ছয়টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রিপন(৩৭) ও আমেনা বেগম(৬৫)। আহতরা হলেন- সোহেল মিয়া(৩৭) ও তার স্ত্রী আকলিমা বেগম(৩৪) ও তাদের মেয়ে ইভা(৩)।

গুরুতর আহত অবস্থায় সোহেল ও আকলিমাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। জানা গেছে, সোহেল মিয়ার শাশুড়ি আমেনা বেগম।

ব্রাহ্মণবাড়িয়া থেকে প্রাইভেটকারটি ঢাকার উদ্দেশে যাওয়ার সময় নরসিংদী সদর উপজেলার ভাগদী এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ভৈরবগামী একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় বাসটি প্রাইভেটকারের ওপর উঠে গেলে এই হতাহতের ঘটনা ঘটে।

পরে আশেপাশের লোকজন দৌড়ে হতাহতদের উদ্ধার করে। এসময় মহাসড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাস্তা যানজট মুক্ত করে।

নরসিংদী সদর থানার ওসি গোলাম মোস্তফা এসব কথা বলেছেন।

জেবি/কে/

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়