• ঢাকা রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
logo

দু’দিন আগে ওই বাড়ি ভাড়া নেন নিহত ‘জঙ্গি’

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৭ আগস্ট ২০১৭, ২১:৫৭

মাত্র দু’দিন আগে ময়মনসিংহের আজিম উদ্দিনের ওই বাড়িটি ভাড়া নেন অজ্ঞাত নিহত ‘জঙ্গি’।

গেলো শুক্রবার (২৫ আগস্ট) স্ত্রী ও দুই সন্তানসহ তিনি ওই বাড়িতে উঠেন।

রোববার সন্ধ্যায় বিস্ফোরণের পরই নিহত ব্যক্তির স্ত্রী তার দুই সন্তানসহ পালিয়ে যান।

এদিকে, ভাড়াটিয়ার কোনো কাগজপত্র না রাখায় বাড়ির মালিক আজিম উদ্দিনকে আটক করা হয়েছে।

ময়মনসিংহের ভালুকার হবিরবাড়ি ইউনিয়নের কাশর এলাকার ওই বাড়িতে রোববার সন্ধ্যায় বোমা বিস্ফোরণে অজ্ঞাত এক ব্যক্তি নিহত হন। পুলিশের দাবি ওই ব্যক্তি ‘জঙ্গি’ গোষ্ঠীর সদস্য।

পুলিশ বলছে, বোমা তৈরির সময় ওই বাড়িতে বিস্ফোরণ ঘটে। সবশেষ খবর অনুযায়ী বাড়িটি ঘিরে রেখেছে পুলিশ।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) মোহাম্মদ নূরে আলম আরটিভি অনলাইনকে জানান, সন্ধ্যা সোয়া ছটায় বিকট শব্দে বোমাটি বিস্ফোরিত হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে।

নুরে আলম বলেন, ধারণা করা হচ্ছে নিহত ব্যক্তি জঙ্গি দলের সদস্য ছিলেন। আপাতত বাড়িটি ঘিরে রাখা হয়েছে। ভেতরে আরো বোমা থাকতে পারে।

বাড়ি মালিক জানান, নিহত ব্যক্তির বাড়ি কুষ্টিয়া বলে জানিয়েছিলেন। পরে কাগজপত্র দেবেন এ কথাও বলেছিলেন।

ভালুকা থানার পরিদর্শক মো. হযরত আলী গণমাধ্যমকে জানান, দু’দিন আগে ভালুকা থানার আজিম উদ্দিন নামে এক ব্যক্তির সেমিপাকা বাড়িটি ভাড়া নেন ওই নিহত ব্যক্তি।

তিনি বলেন, বাড়ির ভেতরে আরো বোমা থাকতে পারে। তাই আমরা ঢাকা থেকে বোম্ব ডিসপোজাল ইউনিট আসার জন্য অপেক্ষা করছি। তারা এখানে এসে পৌঁছালেই আমরা ভেতরে ঢুকবো।

এসজে/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মণিপুরে জঙ্গিদের বোমা হামলায় নিহত দুই জওয়ান
‘পহেলা বৈশাখে জঙ্গি হামলার আশঙ্কা নেই’
ঈদের পরেই কঠোর অবস্থানে যাবে সরকার : শাজাহান খান
বুয়েটে জঙ্গিরা সক্রিয় কি না খুঁজে বের করতে হবে : পররাষ্ট্রমন্ত্রী
X
Fresh