• ঢাকা শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১
logo

ঢাকার সঙ্গে উত্তর-দক্ষিণাঞ্চলের রেল যোগাযোগ শুরু

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২১ আগস্ট ২০১৭, ১৮:৫৮
ফাইল ছবি

টাঙ্গাইলের কালিহাতীতে পুংলী নদীর ওপর রেল সেতুটি মেরামত করে সচল করা হয়েছে। ফলে প্রায় ৩৬ ঘণ্টা বন্ধ থাকার পর ফের ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণাঞ্চলের পরীক্ষামূলক রেল যোগাযোগ শুরু হয়েছে।

সোমবার ঢাকা থেকে ছেড়ে রাজশাহীগামী সিল্কসিটি ট্রেনটি ওই রেল সেতুর ওপর দিয়ে চলাচলের মাধ্যমে ফের রেল যোগাযোগ শুরু হয়েছে।

বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের প্রধান প্রকৌশলী মোঃ রমজান আলী বিষয়টি আরটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, বন্যার পানির কারণে রোববার সকাল ছয়টার দিকে সেতুর মাটি সরে যেতে দেখে স্থানীয়রা। পরে তারা স্থানীয় প্রশাসনকে বিষয়টি জানায়।

তিনি জানান, রোববার দুপুর ১২টা থেকে সোমবার দুপুর ২টা পর্যন্ত তিনশ’র বেশি শ্রমিক সেতুর ৩০ ফুট ধসে যাওয়া অংশ মেরামত করে।এই মেরামতে পাকশী ও জয়দেবপুর রেলওয়ের অভিজ্ঞ প্রকৌশলীরা অংশ নেন। ধসে যাওয়া অংশ পুনঃনির্মাণ করার জন্য স্লিপারসহ অন্যান্য সামগ্রী পাকশী থেকে আনা হয়।

ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণাঞ্চলের ৩৬ ঘণ্টা যোগাযোগ স্বাভাবিক না থাকায় বিপাকে পড়েন যাত্রীরা।

রোববার ভোর থেকেই সেতুর পূর্ব ও পশ্চিম পাড়ে খুলনা, রাজশাহী, দিনাজপুর, পার্বতীপুর ও নীলফামারী থেকে ঢাকাগামী অন্তত ১০টি ট্রেনের যাত্রীরা বিড়ম্বনায় পড়েন।

এদিকে সেতুটি চলাচলের উপযুক্ত না হওয়ায় ঢাকা-কলকাতার মৈত্রী এক্সপ্রেস ট্রেন বন্ধ রয়েছে।

এমসি/কে/

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাকা-ভাঙ্গা-রাজবাড়ী রুটের কমিউটার ট্রেনের উদ্বোধন
আজ থেকে ট্রেনে গুনতে হবে বাড়তি ভাড়া
বিশ্বব্যাপী ক্যাম্পাসে ক্যাম্পাসে ছড়িয়ে পড়ছে ইসরায়েলবিরোধী বিক্ষোভ
জয় দিয়ে সিরিজ শুরুর পর যা বললেন টাইগার অধিনায়ক
X
Fresh