• ঢাকা মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১
logo

রেল লাইনে বন্যার পানি, পঞ্চগড়-ঠাকুরগাঁও রুটে ট্রেন বন্ধ

আরটিভি অনলাইন রিপোর্ট, পঞ্চগড়

  ১২ আগস্ট ২০১৭, ২০:১৫
ফাইল ছবি

ভারি বর্ষণে পঞ্চগড়ের নয়নিবুরুজ ও কিসমত স্টেশনের মাঝামাঝি এলাকায় রেল লাইনের ওপর পানি উঠেছে। এতে পঞ্চগড় থেকে ঠাকুরগাঁও রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

পঞ্চগড় রেলওয়ে স্টেশন মাস্টার বজলুর রহমান জানান, স্রোতের তোড়ে রেলপথের কোনো কোনো এলাকায় পাথর-মাটি সড়ে দুই থেকে পাঁচ ফুট পর্যন্ত গর্তের সৃষ্টি হয়েছে। এতে শনিবার থেকে রেল চলাচল বন্ধ রয়েছে।

তিনি আরো জানান, প্রকৌশলীরা ক্ষতিগ্রস্ত রেল লাইন ঠিক করতে কাজ করছেন। তবে কখন যোগাযোগ স্বাভাবিক হবে তা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না।

এদিকে পঞ্চগড় সদরসহ তেঁতুলিয়া ও দেবীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় আকস্মিক বন্যা দেখা দিয়েছে। প্রাথমিকভাবে জেলায় ১২০ হেক্টর জমি পানিতে তলিয়ে গেছে।

জানা যায়, করতোয়া নদীর পানিতে পৌরসভার বেশ কয়েকটি এলাকা প্লাবিত হয়েছে। ওইসব এলাকার লোকজন কয়েকটি স্কুল কলেজে আশ্রয় নিয়েছে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঠাকুরগাঁওয়ে হিটস্ট্রোকে নারীর মৃত্যু 
তেঁতুলিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
পঞ্চগড়ে ট্রাক-ট্রাক্টরের সংঘর্ষ, নিহত ২
নিখোঁজের ২ দিন পর স্কুলছাত্রের অর্ধগলিত মরদেহ উদ্ধার
X
Fresh