• ঢাকা রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
logo

বিপদসীমার ৪৭ সেন্টিমিটার ওপর সুরমার পানি (ভিডিও)

আরটিভি অনলাইন রিপোর্ট, সুনামগঞ্জ

  ১১ আগস্ট ২০১৭, ১৭:২৫

সুনামগঞ্জের ষোলঘর পয়েন্টে টানা বর্ষণে সুরমা নদীর পানি বিপদসীমার ৪৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এ ব্যাপারে সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু সিদ্দিকুর রহমান জানান, গেলো ২৪ ঘণ্টায় শুক্রবার সকাল ৬টায় ১২৫ মিলিমিটার গড় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

এসময় তিনি আরো জানান, সিলেটের উজানে অমলিসদে পানির চাপ রয়েছে। এ পানি নামলে সুনামগঞ্জে বন্যা দেখা দিতে পারে। তবে বিপদসীমার ৪৭ সেন্টিমিটার সুনামগঞ্জে সামগ্রীকভাবে বন্যা ধরা না হলেও নদীর তীরবর্তী গ্রামগুলো প্লাবিত হতে পারে বলে জানান তিনি।

এদিকে বন্যা মোকাবেলার প্রস্তুতি নিয়ে জেলা প্রশাসক (ডিসি) মো. সাবিরুল ইসলাম জানান, এখনো সুনামগঞ্জ এলাকায় বন্যা হিসেবে ধরা যায় না। তবে জেলার ১১টি উপজেলা ইউএনওদের সতর্ক থাকার পরামর্শ দেয়া হয়েছে। বন্যার ব্যাপারে জেলা প্রশাসন সজাগ রয়েছে বলেও জানান তিনি।

জেবি/সি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হরিণাকুন্ডুতে পাখিদের জন্য গাছে গাছে পানির পাত্র
বান্দরবানে ঝিরি শুকিয়ে যাওয়ায় পানির তীব্র সংকট
পানি বাড়ছে কুশিয়ারায়, বিপৎসীমার ওপরে সুরমা
বাংলাদেশে বিনিয়োগ করতে চায় ৮০টি সৌদি কোম্পানি
X
Fresh