• ঢাকা মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১
logo

ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষাই প্রধান কাজ

আরটিভি অনলাইন ডেস্ক

  ০২ সেপ্টেম্বর ২০১৬, ১৬:০০

শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে উগ্র সাম্প্রদায়িক ষড়যন্ত্রের হাত থেকে রক্ষা করাই এখন আমাদের প্রধান কাজ। বললেন, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার দুপুরে মাগুরা শহরের নোমানী ময়দানে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, বিএনপিকে নিয়ে আমরা এখন বিচলিত নই, তাদের উস্কে দেয়া উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীকে নিয়ে আমরা বিচলিত।

মন্ত্রী বলেন, বিএনপির আন্দোলনের মরা গাঙ্গে আর কোনদিন জোয়ার আসবে না। বিএনপি এখন দিশেহারা পথিক। তারা নিজেরাই এখন নিজেদের শত্রু।

সমাবেশে মন্ত্রী জানান, মাগুরার রামনগর থেকে আবালপুর পর্যন্ত ১০.৫ কিলোমিটার মহাসড়ক চার লেনে উন্নীত করা হবে। এ জন্যে ৯২ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে। এছাড়া মাগুরা-শ্রীপুর, মাগুরা-মহম্মদপুর, মাগুরা-নড়াইলসহ নানান সড়কের উন্নয়নের জন্যে এরইমধ্যে প্রকল্প নেয়া হয়েছে।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh