• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

বিমানের ইঞ্জিনে পাখি, ত্রুটি সারাতে চট্টগ্রামে প্রকৌশলীরা

আরটিভি নিউজ

  ৩০ সেপ্টেম্বর ২০২২, ১১:৪৬
ত্রুটি
ছবি : সংগৃহীত

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে প্রকৌশলীরা বিমানের ইঞ্জিনে আটকে যাওয়া পাখি বের করার চেষ্টা করছেন।

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) সকালে শাহ আমানত বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার ফরহাদ হোসেন খান তথ্যটি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ফ্লাই দুবাই এয়ারওয়েজের ত্রুটি সারানোর জন্য সকাল সাড়ে ৮টায় দুবাই থেকে একটি প্রকৌশলী টিম চট্টগ্রামে এসেছেন। তারা ইতোমধ্যে কাজ শুরু করেছেন। অপরদিকে বাংলাদেশ বিমানের ত্রুটি সারানোর চেষ্টা করছেন সংশ্লিষ্ট প্রকৌশলীরা। দুই ফ্লাইটের ত্রুটি সারানোর পর গন্তব্যের উদ্দেশে ছেড়ে যাবে।

এর আগে চট্টগ্রাম থেকে দুবাই এবং মাস্কাটগামী দুটি আন্তর্জাতিক ফ্লাইটের ইঞ্জিনে পাখি ঢোকায় যাত্রা বাতিল করে কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে এসব ফ্লাইট বাতিল করে এয়ারলাইনস কর্তৃপক্ষ। সুরক্ষা এবং যাত্রীদের নিরাপত্তা বিবেচনায় ফ্লাইট বাতিল করা হয়।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রোববার থেকে চট্টগ্রামে ৪৮ ঘণ্টা পরিবহন ধর্মঘটের ডাক
এসএসসি পাসে চাকরি দেবে ইউএস-বাংলা, কাজ বিমানবন্দরে 
চুয়েট বন্ধ ৯ মে পর্যন্ত, খোলা থাকবে হল
হিটস্ট্রোকে স্কুলছাত্রীর মৃত্যু
X
Fresh