• ঢাকা শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১
logo

শাওন নিহত : এসআই কনকসহ ১৫০ জনের বিরুদ্ধে মামলার আবেদন  

নারায়ণগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৪ সেপ্টেম্বর ২০২২, ১৩:৩১
শাওন, নিহত, এসআই, কনকসহ, ১৫০, জনের, বিরুদ্ধে, মামলার, আবেদন,   
ফাইল ছবি

নারায়ণগঞ্জে যুবদলের কর্মী শাওন নিহতের ঘটনায় আদালতে জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান কনককে প্রধান আসামি করে ৪২ জনের নামোল্লেখসহ ১৫০ জনকে অজ্ঞাত আসামি করে মামলার আবেদন করেছে বিএনপি।

রোববার (৪ সেপ্টেম্বর) সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইমরান মোল্লার আদালতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বাদী হয়ে মামলার আবেদন করেন।

মামলার আসামিদের মধ্যে রয়েছেন জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান কনক, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান, জেলা পুলিশ সুপার (এসপি) গোলাম মোস্তফা রাসেল, অতিরিক্ত পুলিশ সুপার (ক-অঞ্চল) নাজমুল হাসান, সদর মডেল থানার উপপরিদর্শক কামরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) তারিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আমীর খসরু, পুলিশ সদস্য শাহরুল আলম, সোহাগ, আরিফ দেওয়ান, ফেরদৌস দেওয়ান, সেলিম, রিপন, যুগল, মামুন, রিয়াজ, হাফিজ, সহকারী উপপরিদর্শক ইকবাল হোসেন, দেলোয়ার হোসেন, পুলিশ সদস্য জাকির হোসেন, নাঈম, রাকিব, আনিস, সাইদুল, এএসআই সোহরাব, পুলিশ সদস্য ইনজামামুল, রাসেল, খলিলুর রহমান, মোহসিন, মোস্তাকিম, শাহাদাৎ, ফখরুল, আরিফ দেওয়ান, দীপক সাহা, শাহীন, ফরিদ উদ্দিন, মুরাদুজ্জামান, শাহীন, কবির হোসেন, মান্নান, রুবেল, সোহাগসহ অজ্ঞাতনামা ১৫০ জন।

এদিন রিজভী সাংবাদিকদের বলেন, গণতন্ত্রের যে অধিকার তারা কোনোটাই রাখতে চায় না। একদলীয় সরকারের যে যে নমুনা সেটাই চূড়ান্ত বহিঃপ্রকাশ।

বিএনপির আইনজীবী অ্যাডভোকেট মাসুদ উদ্দিন তালুকদার বলেন, নারায়ণগঞ্জের পুলিশের হামলায় পুলিশের গুলিতে শাওন মারা গেছে। আমরা আদালতকে জানিয়ে গুলির ঘটনায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশে উপ পরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান কনকসহ ৪২ জনের নামে মামলা করেছি।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান, মামলার আবেদন করা হয়েছে। আদালত পরে আদেশ দেবেন।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নোয়াখালীতে ট্রাক-সিএনজি সংঘর্ষ, নিহত ৪
মাদারীপুরে ট্রাক ও ইজিবাইকের সংঘর্ষ, নিহত ২
পিকআপকে পেছন থেকে ডাম্পট্রাকের ধাক্কা, নিহত ২
ব্রাজিলে প্রবল বর্ষণে নিহত ৩৯, নিখোঁজ ৭০
X
Fresh