• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

‘রামপাল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে ইউনেস্কোর নিষেধাজ্ঞা অতিক্রম করেছি’ (ভিডিও)

আরটিভি অনলাইন রিপোর্ট, যশোর

  ০৯ জুলাই ২০১৭, ১৩:১৬

রামপালে বিদ্যুৎ কেন্দ্র একেবারেই নির্মাণ করা যাবে না বলে ইউনেস্কোর যে নিষেধাজ্ঞা ছিল সেটা আমরা অতিক্রম করেছি। তবে ইউনেস্কোর ছোট ছোট কিছু শর্ত আছে। দেশ, জনগণ ও পরিবেশের স্বার্থে এগুলো আমরা সংশোধন করে নেবো। জানালেন সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার খুলনায় আওয়ামী লীগের বিভাগীয় প্রতিনিধি সভায় যোগ দেওয়ার পথে যশোরের রাজারহাটে তিনি একথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, রামপালে এখন বিদ্যুৎ কেন্দ্র করা যাবে। এ ব্যাপারে যা সত্য, দিবালোকের মতো পরিষ্কার, সেটাই আমরা বলেছি। মিথ্যাচারের ভাঙা রেকর্ড বাজানো বিএনপির পুরনো অভ্যাস।

ঠাকুরগাঁওয়ে নেতাকর্মীদের ওপর পুলিশি নির্যাতনের কথা স্মরণ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীগের কান্নার বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, তারা বসে বসে প্রেস ব্রিফিং করে আর কান্নাকাটি করে। আমাদের তো হাজার হাজার কর্মীকে তারা হত্যা করে রক্ত স্রোত বইয়ে দিয়েছিল। আমাদের কাঁদতে কাঁদতে চোখের পানি শুকিয়ে গেছে।

এ সময় মন্ত্রীর সঙ্গে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার, পুলিশ সুপার আনিসুর রহমান উপস্থিত ছিলেন।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh