• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

সৌদিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

লক্ষ্মীপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২০ জুন ২০২২, ২২:৪২
সৌদিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মাকসুদুর রহমান (৪০) নামে এক বাংলাদেশি নিহত এবং পাঁচজন আহত হয়েছেন।

রোববার (১৯ জুন) সকালে দেশটির নাজরান শহরে এ দুর্ঘটনা ঘটে।

মাকসুদুর রহমানের বাড়ি লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরফলকন এলাকায়। তিনি ওই এলাকার সামছুদ্দিনের ছেলে।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, রোববার মাকসুদুর ও তার সহকর্মীরা ট্যাক্সিযোগে কাজে যাচ্ছিলেন। তাদের ট্যাক্সি নাজরান শহরে পৌঁছার সঙ্গে সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাস চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মাকসুদুর নিহত হন। পরে পুলিশ এসে তার মরদেহ মর্গে পাঠায় এবং আহতদের হাসপাতালে ভর্তি করে।

এদিকে মাকসুদের মৃত্যুতে এলাকায় মাতম চলছে। তার মামা মো. সারওয়ার বলেন, গত ৭ মাস আগে টাকা ধার করে তিনি কাজের জন্য প্রবাসে পাড়ি দেন। তার ৪ মেয়ে ও ২ ছেলেসন্তান রয়েছে। মাকসুদুরের মৃত্যুতে পরিবারে অন্ধকার নেমে এসেছে। তার মরদেহ দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে।

মাকসুদুরের প্রতিবেশীরা জানায়, দেশে থাকাকালিন মাকসুদুর মাছ বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। কিন্তু এতে পরিবারের ব্যয় মেটাতে তাকে হিমশিম খেতে হতো। তাই অধিক রোজগারের আশায় টাকা ধার করে সৌদি আরব যান। মাকসুদুরের মৃত্যুতে তার পরিবার দিশেহারা হয়ে পড়ছে।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (২৭ এপ্রিল)
আল-কাহতানির দাবি সত্যি হলো, বিশ্বসুন্দরী প্রতিযোগিতায় যাচ্ছে সৌদি
রাজধানীতে সৌদি দূতাবাসের ভেতরে আগুন
যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিক্ষার্থী বহিষ্কার
X
Fresh