• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

ভারত থেকে পালিয়ে টেকনাফে আসা ৭ রোহিঙ্গা আটক

কক্সবাজার প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৪ মে ২০২২, ১৮:৩৫
ভারত থেকে পালিয়ে টেকনাফে আসা ৭ রোহিঙ্গা আটক

ভারত থেকে পালিয়ে কক্সবাজারে আসা ৭ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৪ মে) বিকেল ৪টার দিকে টেকনাফের ২১নং চাকমারকুল ক্যাম্প থেকে তাদের আটক করা হয়।

আটককৃত ব্যক্তিরা হলেন, আবু তাহের (২৭), গুলবাহার (৬০), আবুল মনসুর (২১), হামিদা বেগম (২৪), ইয়াছমিন (১৮), খুশিদা (৩) ও আয়েশা (৬৫)।

ক্যাম্প ইনচার্জ কার্যালয় সূত্রে জানা গেছে, আটককৃত সাতজনকে কুতুপালং ট্রানজিট ক্যাম্পে রাখা হয়েছে। কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী তাদের ভাসানচরে পাঠানো হবে।

টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ১৬ এপিবিএনের অধিনায়ক পুলিশ সুপার তারিকুল ইসলাম বলেন, ভারতের জম্মু ও কাশ্মীর থেকে পালিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করেন। আয়েশা তার পরিবার নিয়ে কয়েক বছর আগে মিয়ানমার থেকে ভারতে চলে যান। পরে তারা আজ মঙ্গলবার ক্যাম্পে প্রবেশকালে আমর্ড পুলিশের হাতে আটক হন। আটককৃত ৭ জনকে ক্যাম্প ইনচার্জের কাছে হস্তান্তর করা হবে।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ষষ্ঠ ও সপ্তম স্ত্রীর কাড়াকাড়িতে পালিয়ে বাঁচলেন তরিকুল
পালিয়ে বাংলাদেশে এলেন আরও ১১ বিজিপি সদস্য
পালিয়ে আসা ২৮৫ সীমান্তরক্ষীকে ফেরত নিচ্ছে মিয়ানমার
মিয়ানমার থেকে পালিয়ে এলেন আরও ১৩ বিজিপি সদস্য
X
Fresh