• ঢাকা বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১
logo

ছাত্রকে বলাৎকার, মাদরাসাশিক্ষককে পিটুনি

স্টাফ রিপোর্টার (সিলেট), আরটিভি নিউজ

  ২৩ মে ২০২২, ২০:৩১
ছাত্রকে বলাৎকার, মাদরাসাশিক্ষককে পিটুনি
সংগৃহীত ছবি

সিলেটের গোলাপগঞ্জে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসার এক শিক্ষককে পিটুনি দিয়ে থানায় সোপর্দ করা হয়েছে।

কারি মাওলানা ফয়েজ উদ্দিন নামের ওই শিক্ষক গোলাপগঞ্জ পৌর এলাকার মুহাম্মাদিয়া তাহফিজুল কোরআন মাদরাসার পরিচালকের দায়িত্বে রয়েছেন।

সোমবার (২৩ মে) ওই ছাত্রের চাচাতো ভাই গোলাপগঞ্জ মডেল থানায় ফয়েজ উদ্দিনের বিরুদ্ধে মামলা করেন বলে জানান ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী।

বাদীর বরাতে তিনি জানান, শনিবার ফয়েজ উদ্দিন ওই ছাত্রকে বলাৎকার করেন। এরপর সে মাদরাসা থেকে পালিয়ে বাড়িতে চলে যায়। পরদিন সে মাদরাসায় যেতে চায়নি।

এ সময় পরিবারের সদস্যরা মাদরাসায় যাওয়ার জন্য চাপ দিলে সে বলাৎকারের বিষয়টি জানায়। এরপর গতকাল রোববার রাতে মাদরাসার পরিচালক ফয়েজ উদ্দিনকে এলাকাবাসী পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।

ওসি জানান, এ ঘটনায় ছাত্রের চাচাতো ভাই বাদী হয়ে একটি মামলা করেছেন। আসামিকে সোমবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মাদরাসা শিক্ষকদের জন্য সুখবর
সিলেটে কালবৈশাখীর তাণ্ডব
এমপিওভুক্ত মাদরাসার নিজস্ব ওয়েবসাইট তৈরির নির্দেশ
মাদরাসাছাত্রীকে ধর্ষণ মামলায় যুবক গ্রেপ্তার
X
Fresh