• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

মাছের ঘেরে গাঁজার চাষ

নড়াইল প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৩ মে ২০২২, ১৭:২৬
মাছের ঘেরে গাঁজার চাষ
ছবি: আরটিভি নিউজ

নড়াইলের কালিয়ায় মাছের ঘেরের পাশে গাঁজা চাষের সন্ধান পাওয়া গেছে।

সোমবার (২৩ মে) দুপুরে কালিয়া থানা পুলিশ গাঁজার গাছসহ উপজেলার চাচুড়ি বিলের একটি মাছের ঘের থেকে এই গাঁজা চাষের সন্ধান পাওয়া গেছে।

গাঁজা চাষের অভিযোগে ঘের শ্রমিক যশোর সদর উপজেলার রামকৃষ্ণ আশ্রম রোডের ইয়াসিন হোসেন (২৭) ও যশোরের চৌগাছা উপজেলার ধুলিয়ানা গ্রামের শাকিল হোসেনকে (১৯) আটক করেছে।

পুলিশ জানায়, উপজেলার চাচুড়ি বিলে পার্শ্ববর্তী আটলিয়া গ্রামের মাহিম শেখ ও আলম শেখের মাছের ঘেরে ইয়াসিন ও শাকিল কর্মচারী হিসেবে কাজ করার সময় নেশাজাত গাঁজার গাছের চাষ করে আসছিল। ঘটনার খবর পেয়ে কালিয়া থানার এস আই মো. মারুফ হাসানের নেতৃত্বে একদল পুলিশ সোমবার দুপুর ১টার দিকে সেখানে অভিযান চালিয়ে গাঁজার গাছসহ তাদেরকে আটক করেছে।

কালিয়া থানার ওসি শেখ তাসমীম আলম আরটিভি নিউজকে বলেন, ঘেরের পাড়ে গাঁজার চাষের অপরাধে আটক দুইজনের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পরিত্যক্ত নলকূপের পাইপে আটকা প্রতিবন্ধী যুবক
নড়াইলে মাদক মামলায় চারজনের যাবজ্জীবন
মেলায় জাদু খেলার নামে অশ্লীল নৃত্য, আটক ৫  
জয়পুরহাটে ১৬ স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক
X
Fresh