• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

এখন থেকে সবাইকে মিতব্যয়ী হতে হবে : বাণিজ্যসচিব

আরটিভি নিউজ

  ২১ মে ২০২২, ২৩:৪৫
ছবি : সংগৃহীত

সারা পৃথিবীতেই গম ও সয়াবিনের দাম বেড়েছে মন্তব্য করে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ বলেছেন, বর্তমানে ইউক্রেন ও রাশিয়ার থেকে সব ধরনের পণ্য আমদানি বন্ধ রয়েছে। তাদের সংকট কবে কাটবে, তা আমাদের জানা নেই। তাদের আমদানি যত দিন বন্ধ থাকবে, তত দিন পণ্যের দাম কমার সম্ভাবনা নেই। এ অবস্থা সারা পৃথিবীর জন্য।

শনিবার (২১ মে) দুপুরে ফরিদপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।

সচিব তপন কান্তি ঘোষ বলেন, আমাদের গম ও সূযর্মুখী তেল আমদানির ক্ষেত্রে রাশিয়া কিংবা ইউক্রেনের ওপর নির্ভর করতে হয়। ওই দুটি দেশের সমাধান না হওয়া পর্যন্ত আমাদের বাজারে তেল, গম ও সারের ওপর প্রভাব পড়তে থাকবে। এ জন্য এখন থেকে সবাইকে মিতব্যয়ী হতে হবে। ইন্দোনেশিয়ার পামওয়েল তেল রপ্তানি শুরু করলে দাম কিছুটা কমবে। তবে এর জন্য আমাদের আরও ১৫ দিন অপেক্ষা করতে হবে বলে জানান তিনি।

সভায় উপস্থিত ছিলেন, ফরিদপুর চেম্বারের প্রেসিডেন্ট নজরুল ইসলাম, ফরিদপুর চকবাজার বণিক সমিতির সভাপতি মো. মাসুদুল হক, ফরিদপুর সরকারি ইয়াছিন কলেজের অধ্যক্ষ শিলা রানী মন্ডল, সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ অসিম কুমার সাহাসহ অনেকে।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সনদ বাণিজ্য : কারিগরি শিক্ষা বোর্ড চেয়ারম্যানের স্ত্রী কারাগারে
সামাজিকমাধ্যমে গুজব প্রতিহতে ব্যবস্থার নির্দেশ
বাংলাদেশ-নেপালের বিদ্যমান বাণিজ্য সম্পর্কে সন্তুষ্টি সচিবদের
এবার গ্রেপ্তার কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের স্ত্রী
X
Fresh