• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

ধান কেটে বাড়ি ফেরার পথে বজ্রপাতে কিশোরের মৃত্যু

নওগাঁ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৯ মে ২০২২, ২৩:৫৩
ধান কেটে বাড়ি ফেরার পথে বজ্রপাতে কিশোরের মৃত্যু
ছবি: আরটিভি

নওগাঁর সাপাহারে ধান কেটে বাড়ি ফেরার পথে বজ্রপাতে সাজেদুল (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৯ মে) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে পূর্ব কলমুডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, চৌমুহনী গ্রামের এমদাদুল হকের জমিতে ধান কাটছিলেন সাজেদুলসহ তার তিন ভাই। হঠাৎ আকাশ খারাপ হওয়ায় তড়িঘড়ি করে তারা বাড়ি ফিরছিলেন। পথে চৌমুহনী ব্রীজের পাশে বজ্রপাতে সাজেদুলের মৃত্যু হয়। অপর দুই ভাই সারোয়ার ও সাজামালের কোন ক্ষতি হয়নি।

সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই এলাকায় সন্ধ্যা থেকেই ঝড়-বৃষ্টির সাথে বিদ্যুৎ চমকাচ্ছিল। মাঠ থেকে ধান কেটে বাড়ি ফেরার পথে বজ্রপাতে সাজেদুলের মৃত্যু হয়।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নওগাঁয় নদী, খাল-বিল দখল ও দূষণের প্রতিবাদে মানববন্ধন
নওগাঁয় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৩৯.২ ডিগ্রি 
সাপাহারে বৃষ্টির জন্য বিশেষ নামাজ আদায়
প্রার্থীর মৃত্যুতে নওগাঁর মহাদেবপুর উপজেলার ভোটগ্রহণ স্থগিত
X
Fresh