• ঢাকা রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
logo

ইউপি চেয়ারম্যানের ছেলের দাফন সম্পন্ন

ফরিদপুর (স্টাফ রিপোর্টার), আরটিভি নিউজ

  ১৯ মে ২০২২, ২০:২৩
ইউপি চেয়ারম্যানের ছেলের দাফন সম্পন্ন
ছবি: আরটিভি নিউজ

ফরিদপুরের শিশু ছেলে রাফসান হত্যাকাণ্ডের নেপথ্যে অন্য কোনো ষড়যন্ত্র রয়েছে কিনা সেটি খতিয়ে দেখার অনুরোধ জানিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক এমপি কাজী জাফরুল্লাহ।

বৃহস্পতিবার (১৯ মে) দুপুরে নিহত রাফসানের জানাজায় অংশ নিতে সদরপুরে এসে নিহতের বাড়িতে সাংবাদিকদের তিনি একথা বলেন।

কাজী জাফরুল্লাহ বলেন, ঢেউখালি ইউনিয়নের চেয়ারম্যান মিজানকে হত্যা করতে এসেই তার শিশু ছেলে রাফসানকে হত্যা করা হয়েছে। ফরিদপুরের পুলিশ সুপারকে আমি বিষয়টি তদন্ত করে দেখতে অনুরোধ জানান। নিহত রাফসানের পিতা মিজানুর রহমান ঘটনার পর এ ব্যাপারে কিছু থাকতে পারে।

বৃহস্পতিবার দুপুরে ময়নাতদন্ত শেষে নিহত রাফসানের মরদেহ তাদের সদর উপজেলার নানা বাড়িতে নিয়ে আসা হয়। বিকেলে সদরপুর স্টেডিয়াম মাঠে জানাজা শেষে তাকে দাফন করা হয়।

জানাজা শেষে সেখানে উপস্থিত স্থানীয় সংসদ সদস্য মুজিবুর রহমান নিক্সন চৌধুরী বলেন, এ ঘটনার নেপথ্যে অন্য কিছু রয়েছে কিনা সেটি অবশ্যই খতিয়ে দেখা উচিত।

প্রসঙ্গত গতকাল বুধবার বিকেলে বাড়িতে ঢুকে ঘুমিয়ে থাকা অবস্থায় শিশু রাফসানকে হত্যা করে এরশাদ মোল্যা নামে এক যুবক। রাফসান স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আওয়ামী লীগ কখনও ইতিহাস বিকৃতিতে বিশ্বাস করে না: ওবায়দুল কাদের
গৌরনদীতে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষ, আহত ৩
জনগণের ম্যান্ডেট নিয়েই আ.লীগ রাষ্ট্র পরিচালনা করছে: কাদের
শ্রাবণের বৃষ্টিধারার মতো অনর্গল মিথ্যা বলছেন আ.লীগ নেতারা: রিজভী
X
Fresh